‘উনি সুন্দরী মহিলা, সতী-সাবিত্রী’

ঋদ্ধীশ দত্ত |

Dec 12, 2020 | 10:56 PM

ডানকুনির চাকুন্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃণমূলের সভায় তাঁর বক্তব্য ছিল বিশেষণে ভরপুর। একের পর এক ব্যক্তিগত আক্রমণের মাধ্যমই ছিল তাঁর এদিনের হাতিয়ার।

উনি সুন্দরী মহিলা, সতী-সাবিত্রী
'উনি সুন্দরী মহিলা, সতী-সাবিত্রী'

Follow Us

ডানকুনি: বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) কটাক্ষ করতে গিয়ে ফের একবার ব্যক্তিগত আক্রমণ করে বসলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এদিন নাম না করে লকেটকে ‘দস্যুরানী’ বলেন কল্যাণ। ডানকুনির চাকুন্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃণমূলের সভায় তাঁর বক্তব্য ছিল বিশেষণে ভরপুর। একের পর এক ব্যক্তিগত আক্রমণের মাধ্যমই ছিল তাঁর এদিনের হাতিয়ার।

নিজের বক্তব্যে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘শনি’ বলেও কটাক্ষ করেছেন তিনি। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে জনসভায় এদিন উপস্থিত হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলি তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব, বিধায়ক স্নেহশীস চক্রবর্তী-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বও উপস্থিত ছিলেন। সেখান থেকেই লকেটকে ‘দস্যুরানী’ বলে দেগে দেন কল্যাণ।

আরও পড়ুন: বিজেপি বুথ সভাপতিকে পিটিয়ে খুন হালিশহরে, শুভ্রাংশু বললেন, ‘বদলা হবেই’

তিনি আরও বলেন, ‘আমি যা বলি তাই, অশ্লীল আর ও (লকেট) যা বলে তাই মহাভারতের বাণী! যেহেতু উনি সুন্দরী মহিলা, তাই ওঁর সম্মন্ধে কোনও কথা বলা যাবে না। উনি সতী-সাবত্রী। উনি বেহুলা লখিন্দরের বেহুলা।’

কল্যাণের এহেন বিস্ফোরক মন্তব্যের প্রতিক্রিয়া দিয়ে লকেট চট্টোপাধ্যায় পাল্টা বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যত কম কথা বলা যায়, ততই ভাল। আমি তাই ওঁর সম্পর্কে কোনও কথাই বলতে পছন্দ করি না। উনি সব সীমার বাইরে চলে গিয়েছেন। শুধুমাত্র প্রচারে থাকার জন্য যা খুশি বলে চলেছেন। উনি জানেন যে, এ সব যত বলবেন, ততই প্রচার পাবেন। তাই আমি ওঁর কথার কোনও প্রতিক্রিয়া দিতে চাই না।”

আরও পড়ুন: অমিত শাহ আসার আগেই শান্তনুকে ‘সুরে বাঁধার’ চেষ্টা কৈলাসের, ছুটলেন মতুয়া-গড়ে

 

Next Article