পূর্ব মেদিনীপুর: জেলায় একের পর এক সমবায় সমিতির নির্বাচনে জয় ছিনিয়ে নিচ্ছে তৃণমূল। এগরা, তমলুকের পর এবার হলদিয়া। সুতাহাটার অরবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোটেও জয়ী হয়েছে শাসকশিবির। মোট ১৫ আসনের এই সমবায় সমিতিতে সবক’টিতেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এই জয়ের পর সবুজ আবিরে উৎসবে মাতেন দলের সমর্থকরা।
গুয়াবাড়িয়া অঞ্চলের অন্তর্গত কৃষ্ণনগর অরবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচন ছিল সোমবার। ১৫ আসনের সবক’টিতেই জয় পায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা। মোট ৫৫৩টি ভোট পড়েছে। এর মধ্যে তৃণমূল পেয়েছে ৩১১টি ভোট, বিজেপির ঝুলিতে ১১২।
প্রসঙ্গত, এই সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়ন পর্বেই তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয় পান। সোমবার বাকি ১২টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা হয়। সবক’টিতেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয় পান। একটি আসনও বিজেপির ঝুলিতে যায়নি। তৃণমূলের দাবি, লোকসভা ভোটের আগে এই ফলাফল বুঝিয়ে দিচ্ছে মানুষ কী চাইছেন।
এর আগে তমলুক ব্লকের নীলকুন্ঠা অঞ্চলের কন্ঠীবাড় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সমবায় নির্বাচনেও তৃণমূল বিপুল জয় পায়। বিজেপি একটি আসনও পায়নি। অন্যদিকে এগরার দলঅলুয়া সমবায় সমিতির নির্বাচনেও মুখ থুবড়ে পড়ে রাজ্যের প্রধান বিরোধী দল। সেখানেও ঘাসফুলের জয়জয়কার। তৃণমূল সেখানে ৪৩টিতে জিতলেও বিজেপি পায় ৭টি আসন। যদিও বিজেপি প্রথম থেকেই বলে আসছে, লোকসভা ভোটের সঙ্গে এই ধরনের সমবায় সমিতির ভোটকে গুলিয়ে ফেললে চলবে না।