ভরসন্ধ্যায় দুই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ রামপুরহাটে

ঋদ্ধীশ দত্ত |

Jan 10, 2021 | 10:13 PM

কিশোরীর জ্ঞান ফিরলে সে চিকিৎসক ও পুলিসের কাছে গণধর্ষণের বিষয়টি জানায়। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

ভরসন্ধ্যায় দুই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ রামপুরহাটে
প্রতীকী ছবি

Follow Us

বীরভূম: ভরসন্ধ্যায় গ্রামের দোকানে যাওয়ার সময় দুই নাবালিকা আদিবাসী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল রামপুরহাট থানার রানিগ্রাম এলাকায়। সূত্রের খরব, রবিবার সন্ধ্যায় গ্রামের দোকানে যাওয়ার পথে একই সঙ্গে দুই নাবালিকা আদিবাসী কিশোরীকে রাস্তা থেকে তুলে এক মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ঘটনার পর একজনকে অচৈতন্য অবস্থায় এবং আরেক জনকে গুরুতর অসুস্থ অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই কিশোরীর জ্ঞান ফিরলে সে চিকিৎসক ও পুলিসের কাছে গণধর্ষণের বিষয়টি জানায়। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিস।

আরও পড়ুন: নাড্ডা ফিরতেই মুস্থূলির সেই পাঁচ কৃষক পরিবার তৃণমূলের বিধায়কের দ্বারস্থ!

অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে রামপুরহাট থানার পুলিস। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বীরভূমের রামপুরহাট থানার উপর রানিগ্রামের ১৩ বছর বয়সী দুই আদিবাসী কিশোরী গ্রামের দোকানে প্রযোজনীয় জিনিসপত্র কিনতে যাচ্ছিল। সেই সময় রাস্তা থেকে চারজন যুবক তাঁদের দু’জনকে মুখে কাপড় বেঁধে মাঠের মধ্যে তুলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

আরও পড়ুন: ‘টোপর পরলেই বাঙালি হওয়া যায় না’, নাড্ডার পাল্টা রোড শো থেকে খোঁচা সোহমের

Next Article