‘টোপর পরলেই বাঙালি হওয়া যায় না’, নাড্ডার পাল্টা রোড শো থেকে খোঁচা সোহমের

সোহম বলেন, "টোপর পরলেই বাঙালি হওয়া যায় না। বাঙালি হতে গেলে নিজের মনটা আগে বাঙালির মতো করুন। বাঙালি হতে গেলে যে শিক্ষা এবং জ্ঞান প্রয়োজন সেটা, নাড্ডাজীর নেই।"

'টোপর পরলেই বাঙালি হওয়া যায় না', নাড্ডার পাল্টা রোড শো থেকে খোঁচা সোহমের
'টোপর পরলেই বাঙালি হওয়া যায় না', নাড্ডার পাল্টা রোড শো থেকে খোঁচা সোহমের
Follow Us:
| Updated on: Jan 10, 2021 | 7:18 PM

পূর্ব বর্ধমান: বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) রোড শো-র ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাল্টা শো করতে নামল তৃণমূল (TMC)। এদিন পূর্ব বর্ধমানে একটি রোড করেন যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। পাশাপাশি বিজেপি নেতার নিজেকে বাঙালি প্রমাণ করার চেষ্টাকেও কটাক্ষ করতে শোনা যায় তাঁকে।

গতকাল কর্মসূচি সেরে সাংবাদিক বৈঠকে উঠে এসেছিলে জেপি নাড্ডার বাঙালি যোগ প্রসঙ্গ। তিনি জানান, তাঁর স্ত্রী বাঙালি হওয়ার সূত্রে বিয়ের সময় টোপর পরতে হয়েছিল তাঁকেও। বিজেপির অন্য কেন্দ্রীয় নেতাদের তুলনায় তিনি যে একটু বেশিই ‘বাঙালি’ হাসতে হাসতে সে কথাও শুনিয়ে দিলেন নাড্ডা। এক প্রশ্নের উত্তরে তাঁকে বলতে শোনা যায় “আমি তো আবার ব্যক্তিগত জীবনেও বাংলার সংস্কৃতিতে বাঁচি। আমি এখানে নিজের বিষয়ে কিছু বলব না। কিন্তু টোপর পরেই গিয়েছিলাম।”

তাঁর সেই মন্তব্যের পাল্টা দিয়ে এদিন সোহম বলেন, “টোপর পরলেই বাঙালি হওয়া যায় না। বাঙালি হতে গেলে নিজের মনটা আগে বাঙালির মতো করুন। বাঙালি হতে গেলে যে শিক্ষা এবং জ্ঞান প্রয়োজন, সেটা নাড্ডাজীর নেই।” জেপি নাড্ডার সফরকে কার্যত চ্যালেঞ্জ করেই যুব তৃণমূল কংগ্রেস রবিবার বর্ধমান টাউন হল থেকে কাঁটাপুকুর কলেজ মোড় পর্যন্ত রোড শো করে। অভিনেতা সোহম চক্রবর্তী ছাড়াও হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ-সহ জেলা নেতৃবৃন্দ।

আরও পড়ুন: মধুচক্র চালানোয় নাম পুলিসের খাতায়! বিজেপিতে গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন বিতর্কিত সেই নেতা

এদিন সোহম বলেন, “বিজেপি রাজ্যের বিভিন্ন এলাকা থেকে লোক নিয়ে এসে এই জেলার মানুষকে দেখাতে চেয়েছে যে তারাই জিতবে। বাংলাকে কুনজরে দেখলে আগামী বিধানসভা নির্বাচনে এ রাজ্যের মানুষ তার যোগ্য জবাব দেবে।” এদিনের রোড শো-তেও মানুষের ঢল নামে জিটি রোডে। রোড শো-র জন্য জিটি রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: সোমবার রাজপথে নামার আগেই শোভন বৈশাখীর পোস্টারে অশালীন চিরকূট!