গচ্ছিত টাকা চাইতে গিয়েছিলেন, প্রৌঢ়ের মাথা থেঁতলে ‘খুন’ করল ভুঁইফোড় সংস্থার এজেন্ট
অভিযোগ, পাখিজাকে সেখান থেকে তাড়িয়ে দেন এজাজুল। পরে মেয়েকে সঙ্গে নিয়েই স্বামী স্ত্রী এজাজুলের কাছে টাকা চাইতে যান।
হাওড়া: ভুঁইফোড় সংস্থার এজেন্টের কাছে নিজের গচ্ছিত অর্থ চাইতে গিয়েছিলেন। সেই এজেন্টের বেধড়ক মারেই মৃত্যু হল এক ব্যক্তির। উলুবেড়িয়ার (Uluberia )চেঙ্গাইল কাজিপাড়ার ঘটনা। মৃতের নাম কাজি সাহাবুদ্দিন (৪৬)।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার এক চিটফান্ড এজেন্ট এজাজুল কাজির কাছে ১৮ হাজার টাকা জমা রেখেছিলেন সাহাবুদ্দিন। বড় মেয়ের বিয়ে সামনে, তাই সেই টাকা চাইতে গিয়েছিলেন সাহাবুদ্দিনের স্ত্রী পাখিজা বেগম। অভিযোগ, পাখিজাকে সেখান থেকে তাড়িয়ে দেন এজাজুল। পরে মেয়েকে সঙ্গে নিয়েই স্বামী স্ত্রী এজাজুলের কাছে টাকা চাইতে যান।
অভিযোগ, সাহাবুদ্দিনকে স্ত্রী ও মেয়ের সামনেই মারধোর করে এজাজুল। সেখান থেকে বাড়ি ফেরার সময় তাঁদের সঙ্গে দেখা হয় এজাজুলের বাবার। তিনি সাহাবুদ্দিনকে বাড়িতে ডেকে নিয়ে যান সমস্যা মেটানোর আশ্বাস দিয়ে। অভিযোগ, বাড়ির ভিতর ঢেকে নিয়ে গিয়ে ইঁট দিয়ে সাহাবুদ্দিনের মাথায় আঘাত করে এজাজুল। সাহাবুদ্দিনের আর্তনাদে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় এজাজুল।
আরও পড়ুন: ঘাটালে আদিবাসী মহিলা ‘কর্মী’র দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ বিজেপির
স্থানীয়রাই সাহাবুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিস এজাজুলের পরিবারের চার জনকে আটক করলেও মূল অভিযুক্ত পলাতক।