দিল্লি: গত সোমবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০৩০ সালের মধ্যে ভবিষ্যতের জন্য ভারতীয় রেলকে প্রস্তুত রাখার লক্ষ্য নেওয়া হয়েছে এবারের বাজেটে। তৈরি হয়েছে নয়া রেল প্ল্যান। এতে বাংলার প্রাপ্তি কী কী? পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ৪ হাজার ৪৬৩ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথ সম্প্রসারণ ও আধুনিকীকরণ সহ ৫৩ টি রেল প্রোজেক্টের জন্য বরাদ্দ ঘোষণা করেছে কেন্দ্র। বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪৮ হাজার ২৭৫ কোটি টাকা। যার মধ্যে রয়েছে ২০ হাজার ১১৭ কোটি টাকার ১৬ টি নতুন রেলপথ সম্প্রসারণের প্রকল্প। এছাড়া ১ হাজার ২০০ কিমোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ৪ টি গেজ কনভার্সন প্রোজেক্টের জন্য বরাদ্দ হয়েছে ৭ হাজার ৯৯৩ কোটি টাকা। ৩৩টি রেলপথ ডবল করার জন্য বরাদ্দ হয়েছে ২০ হাজার ১৬৫ কোটি টাকা।
বাংলায় রেলের পরিকাঠামো ও সুরক্ষা ক্ষেত্রে বরাদ্দ:
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রতি বছর বাংলায় রেলের পরিকাঠামো ও সুরক্ষার কাজে ৪ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তা বাড়িয়ে করা হয়েছে ৪ হাজার ৬১২ কোটি টাকা। অর্থাৎ, ‘০৯ থেকে ‘১৪ সালের তুলনায় ‘১৪ থেকে ‘১৯ সালে বাংলায় রেলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ বেড়েছে ৫ শতাংশ। পাশাপাশি বাংলার রেল বাজেটের সর্বমোট বরাদ্দের দিকে তাকালে ২০১৯-২০ আর্থিক বছরে তা ১৫ শতাংশ বৃদ্ধি করেছে কেন্দ্র।
বাংলায় রেলের নতুন প্রকল্প:
বাংলায় ১৬টি নতুল রেলপথ তৈরির জন্য ২০ হাজার ১১৭ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-আদিত্যপুর থার্ড লাইনের জন্য ২২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া নারায়ণগড় থেকে ভদ্র থার্ড লাইনের জন্য ৩০২ কোটি টাকা, বাঁকুড়া-মশাগ্রাম থার্ডরেল কাজের জন্য ৩০.৫৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ডানকুনিতে নতুন কোচিং টার্মিনাল নির্মাণ হবে। যার জন্য চলতি অর্থবর্ষে আলাদা বরাদ্দের ঘোষণা করেছেন নির্মলা। এছাড়া ভারত-ভুটানের রেলপথ সংযোগের জন্য আলিপুরদুয়ারের মাজনাই থেকে ভুটানের নিয়নপেলিং-এর মধ্যে পিইটি সার্ভে করতেও আর্থিক বরাদ্দ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আরও পড়ুন: বাজেটে শুধুই শ্রমিক কল্যাণে বরাদ্দ, প্রত্যাশা পূরণ হয়নি চা বাগানের
বাংলার মেট্রো প্রকল্পের জন্য কেন্দ্রের বরাদ্দ:
কলকাতার মেট্রো প্রকল্পেও একাধিক বরাদ্দ ঘোষণা করেছে কেন্দ্র। যেমন নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর হয়ে বারাসত মেট্রো লাইন সম্প্রসারণে ৫২০ কোটি টাকা বরাদ্দ করেছেন নির্মলা সীতারামন। এছাড়া দমদম বিমানবন্দর থেকে নিউটাউন রাজারহাট হয়ে নিউ গড়িয়া পর্যন্ত ৩২ কিলোমিটার রেলওয়ে তৈরিতে বরাদ্দ হয়েছে ৩৫ কোটি টাকা। জোকা থেকে মাঝেরহাট হয়ে বিবাদি বাগ পর্যন্ত ১৬.৭২ কিলোমিটার নয়া মেট্রো প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৩৫০ কোটি টাকা। সংশ্লিষ্ট প্রকল্পের সঙ্গে জোকা থেকে ডায়মন্ড পার্কের প্রথম ফেজের কাজও হবে।