উত্তর ২৪ পরগনা: এবার বেসুরো জেলার আরও এক বিধায়ক (BJP MLA)। মঙ্গলবারই কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় যোগ দিয়েছেন তৃণমূলে (TMC)। যার পর বিজেপির বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে ৭১-এ। এবার কি আরও এক উইকেট পড়বে? উত্তর দিনাজপুরের আরেক বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীও দলবদল করছেন বলে গুঞ্জন উঠেছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারের সঙ্গে কৃষ্ণ-র কোন্দল প্রকাশ্যে আসার পর তাঁর বিজেপি ছাড়া স্রেফ সময়ের অপেক্ষা। রায়গঞ্জের বিধায়ক জানিয়ে দিয়েছেন, বিজেপির আর কোনও কর্মসূচিতে তাঁকে পাওয়া যাবে না।
বিজেপি বিধায়ক ও জেলা সভাপতির দ্বৈরথ প্রকাশ্যে আসার প্রেক্ষিতে কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় দলবদল করেন। এবার রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ঘোষণা, রবিবার থেকে দলীয় জেলা কমিটির কোনও কর্মসূচিতে আর উপস্থিত থাকবেন না তিনি। তাঁর অভিযোগ, জেলা সভাপতি বাসুদেব সরকার ষড়যন্ত্র করছে তাঁর বিরুদ্ধে। বার বার দলীয় রাজ্য নেতৃত্বকে এই বিষয়ে জানানোর পরেও কোনও ফল তো মেলেয়নি। বরং বাসুদেব সরকার এখনও তাঁর বিরুদ্ধে কথা বলে চলেছেন। জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ করার পাশাপাশি রায়গঞ্জের বিজেপি বিধায়ক তোপ দেগেছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধেও। তাঁর দাবি, সাংসদকে রায়গঞ্জের মানুষ তাদের সাংসদকে এলাকায় পাননা।
যদিও এইসব অভিযোগের কোনও বিরুদ্ধাচারণ না করেই ঠান্ডা মাথায় সব বিতর্কের উত্তর দেওয়ার সময় সুকৌশলে এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা করে বাসুদেব বাবু। জানিয়েছেন, দলের সঙ্গে ও বিধায়কের সঙ্গে আলোচনা করে সবটা মিটিয়ে নেবেন। অন্যদিকে বিষয়টি নিয়ে মুখ খোলেন রাজ্য বিজেপির মুখ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, ‘এটা বিজেপির পদ্ধতি নয়। কাঙ্খিতও নয়। উনি এটা ঠিক করছেন না।’
রবিবার সকালে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী তথা রিঙ্কু সাংবাদিক সম্মেলন ডেকে ঘোষণা করেন, আজ থেকে জেলা কমিটির কোনও দলীয় কর্মসূচীতে থাকবেন না। কারণ হিসাবে কৃষ্ণ কল্যাণী দাবী করেন রাজ্য নেতৃত্বর কাছে জেলা সভাপতির কর্মকাণ্ড নিয়ে বারবার অভিযোগ জানানোর পরেও থামেননি জেলা সভাপতি বাসুদেব সরকার। উদাহরণ স্বরূপ কৃষ্ণের দাবি, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের রায়গঞ্জ তেলঘাণির শহিদ সম্মান যাত্রার কর্মসুচিতে দলের তরফে পুলিশের কাছ থেকে কোনও অনুমতি না নেওয়ায় সেই কর্মসুচীতে বাধা দান করে পুলিশ। এই বিষয়টিকে ষড়যন্ত্র বলে আখ্যা দেন বিজেপি বিধায়ক। বিধায়কের আরও বলেন, “রাজনীতিতে এসেছি সম্মান পাওয়ার জন্য, বারবার অসম্মানিত হলে সেখানে কেন থাকব?” তবে দলের রাজ্য নেতৃত্বের প্রতি তার কোনও অভিযোগ নেই বলেই জানিয়েছেন কৃষ্ণ। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি বলেও জানিয়েছেন কৃষ্ণ। অপর দিকে বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার সুকৌশলে সমস্ত অভিযোগের উত্তর এড়িয়ে জানিয়েছেন তিনি আশাবাদী যে বিধায়ক ও দলের নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে সবটা মিটিয়ে নেবেন। আরও পড়ুন: দিল্লির মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, জেল খাটতে হবে এসডিও-বিডিওদের: দিলীপ ঘোষ