Chopra Chaos: জমি বিবাদ ঘিরে একই পরিবারের মধ্যে সংঘর্ষ, আহত দু’পক্ষের ১২

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 31, 2022 | 9:47 AM

Chopra: জানা গিয়েছে, চোপড়া এলাকার বাসিন্দা বদিরুদ্দিন ও মনসুর আলম। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরেই পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল।

Chopra Chaos: জমি বিবাদ ঘিরে একই পরিবারের মধ্যে সংঘর্ষ, আহত দুপক্ষের ১২
জমি বিবাদ ঘিরে উত্তেজনা (নিজস্ব চিত্র)

Follow Us

চোপড়া: জমির বিবাদ ঘিরে উত্তেজনা। দু’পক্ষের সংঘর্ষে জখম জানা গিয়েছে, চোপড়া এলাকার বাসিন্দা বদিরুদ্দিন ও মনসুর আলম। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরেই পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। প্রায় ১০ থেকে ১২ জন। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার আমতলা এলাকায়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।

বদিরুদ্দিনের অভিযোগ, তাঁর জমি দখল করে তাঁর দাদা মনসুর আলম ঘর বানাতে শুরু করে। তখনই চরমে ওঠে বিতর্ক। বদিরুদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে মনসুরের পরিবারের সদস্যরা ধারাল অস্ত্র দিয়ে চড়াও হয়ে মারধর শুরু করে বলে অভিযোগ।

অন্যদিকে, পাল্টা ঘর বাড়ি ভাঙচুর ও মারধর করার অভিযোগ বদিরুদ্দিন ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় ১০ থেকে ১২ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। গোটা ঘটনা নিয়ে দু পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তুলছেন। জখমরা চোপড়ার দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।

অভিযোগ করে একজন জানান, “ভাই-দাদাদের মধ্যে জমি বিবাদ ঘিরে ঝগড়া চলছিল। সেই কারণে ১ লক্ষ টাকা পঞ্চায়েতে জমাও করি। আমার ভাইয়ের কাছে দ্বিগুণ ভাগ রয়েছে। তবুও আমার ছোট ভাইয়ের ঘর ভাঙতে এসেছে। সিকিম থেকে লোক ডেকে নিয়ে এসে মেরেছে। আর যেটা আমার কেনা সম্পত্তি সেটা দেব না।” অপরপক্ষের দাবি, “ওরা পাঁচভাই জমি কিনেছে। কেউ বেশি কিনেছে, কেউ কম কিনেছে। সেই জমি কেনা নিয়ে ঝামেলা চলছিল। এর জেরেই মারামারি। আমার বাবা বেশি টাকা দিয়ে বেশি জমি কিনেছে। তাও ওরা অশান্তি করছে।”

Next Article