রায়গঞ্জ: চলন্ত ট্রেনে আচমকা লাগল আগুন। ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ট্রেনের ভিতর ধোঁয়া উঠতে দেখে ছোটাছুটি শুরু হয়ে যায় যাত্রীদের মধ্যে। পরে ট্রেন দাঁড়িয়ে পড়লে কার্যত তাঁরা নেমে পড়েন ট্রেন থেকে।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বাহীনে। সেখানে তেলটা-রাধিকাপুরগামী চলন্ত ডিএমইউ ট্রেনে আগুন ধরে যায়। যার কারণে আতঙ্কে ট্রেন থেকে নেমে ছুটে পালিয়ে যান যাত্রীরা।
সূত্রের খবর, বিহারের কাচনা স্টেশন ছাড়ার পর বাংলা সীমান্ত বাহীনে নাগর নদীর ব্রিজ পেরোনোর পরই সামনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। যার কারণে চাঞ্চল্য ছড়ায়। এরপর ব্রিজ পেরিয়ে ট্রেন দাঁড়াতেই আতঙ্কে প্রাণ বাঁচাতে ট্রেন থেকে নেমে ছোটাছুটি শুরু করেন সকলে। এরপরই স্থানীয় বাসিন্দারা সেই ইঞ্জিনে আগুন দেখতে পেয়ে নিজেরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
এরপর ঝিটকিয়া স্টেশনে দাঁড় করিয়ে দমকল ও রেলের বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানোর ট্রেনটি রায়গঞ্জের উদ্দেশে রওনা দেয়। জানা যাচ্ছে, প্রায় ঘণ্টা দেড়েক দেরীতে চলছে এই ট্রেন।
বিপিন কুমার সিং নামে এক যাত্রী বলেন, ‘আমরা রায়গড়ের দিকে যাচ্ছিলাম। এরপর বাহীনী ব্রিজের কাছে আসতেই ট্রেনে আচমকা ধোঁয়া উঠতে দেখা যায়। আমরা পিছনের বগিতে ছিলাম। এরপর যখন ধোঁয়া উঠতে দেখি তখন ড্রাইভারকে বলতেই তিনি আমায় বলে সকলে বিষয়টি জানাতে। যাতে প্রত্যেকে সতর্ক হয়ে যায়। এরপর গাড়ি দাঁড়িয়ে যায়। ভগবানের কৃপায় আমাদের কারোর কোনও ক্ষতি হয়নি। আর এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা বাড়িতে ছিলাম। হঠাৎ দেখি গাড়ি দাঁড়িয়ে যায়। সেই কারণে আমরা দৌড়ে আসি পাড়ারও অনেকে দৌড়ে চলে আসে এখানে। তারপর শুনতে পাই গাড়িতে আগুন ধরে গিয়েছে। তারপর সকলে মিলে আগুন নেভাতে শুরু করি। কারোর কোনও ক্ষতি হয়নি।’