অবন্তিকা প্রামাণিক
Nov 12, 2021 | 8:15 PM
নেশাসক্ত অবস্থায় বিষধর সাপ ধরে বাহাদুরি দেখাতে গিয়ে ফের মৃত্যু রায়গঞ্জে।
শুক্রবার রায়গঞ্জের মহারাজা হাট এলাকার ঘটনা। এদিন ওই এলাকায় রবীন্দ্রনাথ দত্ত নামে বছর ৫১-র এক ব্যাক্তি প্রকাশ্যেই বিষাক্ত সাপ ধরে সকলের সামনে বাহাদুরি দেখাচ্ছিলেন।
তখনই তার বাঁ হাতে ছোবল দেয় ওই সাপ। সাপটি বিষাক্ত গোখরো সাপ ছিল বলে স্থানীয়রা জানান। এদিকে নেশায় বুঁদ হয়ে থাকায় সাপের কামড় প্রথমে টের পাননি ওই ব্যক্তি।
স্থানীয়রা এবং তার পরিবার্র লোকেরা জানান, ওই ব্যাক্তির সাপ ধরার কোনো প্রশিক্ষণ ছিল না। মাঝেমধ্যেই সাপ ধরে কখনো পকেটস্থ করতেন, কখনো গলায় পেঁচিয়ে রাখতেন। মদ্যপ অবস্থায় তার বাহাদুরি যেন আরও বেশি হত। আর এর জেরেই এই ঘটনা বলে স্থানীয়দের অভিমত। যদিও এভাবে প্রশিক্ষণ ছাড়া সাপ ধরা উচিৎ নয় বলেই পশুপ্রেমীরা জানিয়েছেন।