Kidnapping: অজ্ঞান করে টোটোয় চাপিয়ে পাচারের ছক, উপস্থিত বুদ্ধির জেরে পালিয়ে বাঁচল নাবালক

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 11, 2022 | 7:20 PM

Kidnapping: রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রামের বাসিন্দা ওই নাবালক রায়গঞ্জ থানার হাতিয়া গ্রামের পাঠানটুলি এলাকায় তার মাসির বাড়িতে পুজোর ছুটিতে আসে। এখানে এসেই বড় বিপদের মুখে পড়ে ওই নাবালক।

Kidnapping: অজ্ঞান করে টোটোয় চাপিয়ে পাচারের ছক, উপস্থিত বুদ্ধির জেরে পালিয়ে বাঁচল নাবালক

Follow Us

রায়গঞ্জ: অচৈতন্য অবস্থায় টোটোয় চাপিয়ে পাচার করা হচ্ছিল ১৪ বছরের নাবালককে। শেষে নিজের উপস্থিত বুদ্ধির জেরেই অপহরনকারীদের (Kidnappers) হাত থেকে পালিয়ে বাঁচল নাবালক। রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের সামনে যানজটে টোটো দাঁড়াতেই সম্বিত ফেরে নাবালকের। টোটো থেকে নেমে সোজা ট্র‍্যাফিক পুলিশের কাছে ছুটে চলে যায় ওই নাবালক। রাস্তায় ভিড়ের সুযোগ নিয়ে চম্পট দেয় অপহরনকারীরা। এ ঘটনাতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে। 

সূত্রের খবর, রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রামের বাসিন্দা ওই নাবালক রায়গঞ্জ থানার হাতিয়া গ্রামের পাঠানটুলি এলাকায় তার মাসির বাড়িতে পুজোর ছুটিতে আসে। মঙ্গলবার দুপুরে মাসির বাড়ির পাশেই দোকানে যাচ্ছিল সে। তখনই আচমকা রাস্তায় একদল দুস্কৃতি ক্লোরোফর্ম জাতীয় কিছু দিয়ে তাঁর মুখে রুমাল চাপা দিয়ে অজ্ঞান করে ফেলে বলে অভিযোগ। এরপর তাকে একটি টোটোয় চাপিয়ে রায়গঞ্জ শহরের বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। 

এদিকে সে সময় পৌর বাসস্ট্যান্ড চত্বরে যানজটে টোটো আটকে গেলে আচমকাই জ্ঞান ফিরে পায় ওই নাবালক। সেখানে কর্তব্যরত ট্র‍্যাফিক পুলিশদের দেখে টোটো থেকে নেমে ছুটে পুলিশের কাছে যায় সে। পুলিশকে সব বিষয় খুলে বলে ওই নাবালক। এদিকে পুলিশের কাছে ওই নাবালক ছুটে যেতেই পালিয়ে যায় দুস্কৃতীরা। পুলিশই শেষে ওই নাবালককে উদ্ধার করে রায়গঞ্জ থানায় নিয়ে যায়। কিন্তু, পুলিশের হাতের কাছ থেকে দুস্কৃতীরা কী করে পালিয়ে কেল সেই প্রশ্ন উঠেছে। 

আরও তৎপর হয়ে দুস্কৃতীদের পুলিশের ধরা উচিত ছিল বলে মত স্থানীয় রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আলতাব হোসেইনের। এই বিষয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে খোদ শহরের বুকে পাচারচক্রের খোঁজ মেলায় উদ্বেগ বেড়েছে নাগরিক মহলে। তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করারও দাবি উঠেছে।

Next Article