রায়গঞ্জ: উত্তর দিনাজপুরে ক্রমেই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার রাত পর্যন্ত রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ৭ জন রোগীর নমুনায় ডেঙ্গি সংক্রমণ মিলেছে। মেডিক্যাল কলেজ সুত্রে জানা গিয়েছে এই খবর। রায়গঞ্জ মেডিক্যালে ১ অক্টোবর থেকে এখনও পর্যন্ত মোট ৫১ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে। আক্রান্তদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে দাবি স্বাস্থ্যকর্তাদের। তবুও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ছে জেলায়।
রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পুরুষ মেডিসিন বিভাগে কয়েকজন পুলিশকর্মীও ডেঙ্গির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। তাঁরা রায়গঞ্জের কসবা চতুর্থ আরক্ষা বাহিনীতে কর্মরত। সব মিলিয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রায়গঞ্জ মেডিক্যালে ৭ জন ডেঙ্গি পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাছাড়া উপসর্গ নিয়ে আরও কয়েক জন রোগী ভর্তি রয়েছেন। তাঁদের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। যদিও হাসপাতালের এমএসভিপি জানিয়েছেন, চিকিৎসাধীনরা প্রত্যেকেই সুস্থ আছেন। তাঁদের প্রতি নজর রাখা হচ্ছে এবং সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ঘটনা নিয়ে ডেঙ্গি আক্রান্ত উত্তম দাস বলেছেন, “আমি ডেঙ্গিতে আক্রান্ত। গাঁটে গাঁটে খুব ব্যথা ছিল। বাড়িতে ২ দিন থাকার পর হাসপাতালে ভর্তি হয়েছি।” রায়গঞ্জ মেডিক্যাল কলেজের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেছেন, “১ অক্টোবর থেকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ৫১ জন ভর্তি হয়েছিল। সকলেই সুস্থ হয়ে গিয়েছেন। কারও মৃত্যু হয়েছি। প্রোটোকল মেনে ডেঙ্গি আক্রান্তের সমস্ত চিকিৎসা চলছে।”