Raigunj Minor Harassment: টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে ফাঁকা ঘরে বিবস্ত্র করে নাবালিকার সঙ্গে কুৎসিত কাজের অভিযোগ পাড়াতুতো কাকুর

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 27, 2022 | 2:26 PM

Raigunj: উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘটনা। নির্যাতিতার পরিবারের দাবি, শুক্রবার দুপুরে বাড়ির সামনেই খেলা করছিল ওই নাবালিকা

Raigunj Minor Harassment: টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে ফাঁকা ঘরে বিবস্ত্র করে নাবালিকার সঙ্গে কুৎসিত কাজের অভিযোগ পাড়াতুতো কাকুর
প্রতীকী ছবি।

Follow Us

রায়গঞ্জ: মর্মান্তিক! টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে ঘর থেকে ডেকে নিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রৌঢ়ের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরেরে রায়গঞ্জের ঘটনা। অভিযুক্তের শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। শনিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘটনা। নির্যাতিতার পরিবারের দাবি, শুক্রবার দুপুরে বাড়ির সামনেই খেলা করছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সময় টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে তাঁর নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় বছর চল্লিশের এক ব্যক্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তি দুই সন্তানের বাবা।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি দশটাকা তার দুই সন্তানকে গিয়ে তাদের বাইরে খাবার কিনে আনার জন্য বাইরে পাঠিয়ে দেয়। এরপর ফাঁকা ঘরে নাবালিকাকে বিবস্ত্র করে প্রথমে শ্লীলতাহানি করে পরে ধর্ষণের চেষ্টা করেন। এরপর নাবালিকা কান্নাকাটি চিৎকার করতেই প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় তাকে।

পরে নাবালিকাকে কোনও রকমে অভিযুক্তর হাত ছেড়ে পালিয়ে বাড়িতে গিয়ে মাকে সমস্ত ঘটনা জানায়। বিষয়টি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি গা ঢাকা দিয়েছে বলে স্থানীয়দের দাবি।

শনিবার রায়গঞ্জের কর্নজোড়া পুলিশ ফাঁড়িতে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। অভিযুক্তের আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সড়ব হয়েছেন নির্যাতিতার পরিবার ও গ্রামবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নির্যাতিতার মা বলেন, ‘আমার মেয়ে আমায় জানায় যে মা আমি রাস্তায় খেলছিলাম। সেই সময় আমায় টিভি দেখানোর নাম করে ডাকে। আমি টিভি দেখতে যাই। এরপর আমার জামা-কাপড় টেনে খুলে দেয়।’ নির্যাতিতার মা আরও বলেন,  ‘আজ যদি আমার মেয়ে পালিয়ে না আসত তাহলে বড় সর্বনাশ ঘটে যেত।’

 

 

 

 

 

Next Article