ডানলপ: ফের বিস্ফোরক সাংসদ সৌগত রায় (Saugata Roy)। বিজেপি(BJP), সিপিএম(CPIM), কংগ্রেসকে (Congress) হুমকি দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এদিন ডানলপ মোড়ে ছাত্র পরিষদের অনুষ্ঠানে বিরোধীদের জুতো মারার নিদান দিলেন সাংসদ। যা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। সৌগতর নিশানায় সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। এদিন সৌগতকে বলতে শোনা যায়, “সিপিএম, বিজেপি, কংগ্রেসের যদি কেউ থাকে তাঁদের হুঁশিয়ারি দিয়ে গেলাম। আপনারা যদি নিজেদের নিয়ন্ত্রণ না করেন, তাহলে এরপর যদি আপনাদের কেউ জুতোপেটা করে তাহলে দুঃখ করবেন না।”
এখানেই না থেমে বিজেপির বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানিয়ে সৌগত বলেন, “বিজেপি সবচেয়ে বড় চোর। আদানি-আম্বানির সবচেয়ে বড় চামচা।” একইসঙ্গে তিনি বলেন, “দলের মধ্যে কেউ যদি অসামাজিক কাজকর্ম করে তাহলে তা প্রমাণিত হলে সে অবশ্যই শাস্তি পাবে। যেমন পার্থ চট্টোপাধ্যায় শাস্তি পেয়েছেন। পাশাপাশি দোষ প্রমাণিত না হলে বিজেপি সিপিএম ও কংগ্রেসের যারা চোর ধরো জেল ভরো বলছেন।” এ কথা বলেই বিরোধীদের ‘নিয়ন্ত্রণের’ নিদান দিতে দেখা গিয়েছে সৌগতকে। তবে এই প্রথম নয় এর আগেও বিরোধীদের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানিয়ে সৌগতকে বলতে শোনা গিয়েছিল, “আমরা ২০২৬ পর্যন্ত ম্যান্ডেট নিয়ে আছি। আমাদেরই সরকার চলবে। আর যারা আমাদের বেশি নিন্দা করছে এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। এই দিনের জন্য অপেক্ষা করুন।” য নিয়েও বিস্তর বিতর্ক হয় রাজনৈতিক মহলে।
যদিও সৌগতকে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। হাওড়ায় এক রক্তদান শিবিরে গিয়ে সৌগতর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র আক্রমণ শানাতে দেখা যায়। ভারতী ঘোষকে বলতে শোনা যায়, “আমরা সমস্ত ভারতবর্ষে রাজনীতির সংস্করণ চাইছি এবং ভাষাসন্ত্রাস থেকে রাজনীতি যাতে মুক্ত হয়, সেই আবেদন জানাচ্ছি। কিন্তু সৌগত বাবুর বয়স ও ইতিহাস যা বলছে তাতে এই ভাষা সন্ত্রাস তাঁর মুখে মানায় না। ভাষা সন্ত্রাস মানুষও করতে পারেন। সবাই যদি ওই ভাষা ওনাকে ফেরত দেন, তাহলে উনি কি পাড়ায় থাকতে পারবেন?”