North Dinajpur Bus Accident: দুর্ঘটনার কবলে কলকাতা-শিলিগুড়িগামী বাস, এখনও পর্যন্ত মৃত ১, সিটের নীচে আরও দেহ আটকে থাকার সম্ভাবনা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 20, 2022 | 1:05 PM

North Dinajpur Bus Accident: স্থানীয় বাসিন্দাদের মদতে দমকল ও পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে।

North Dinajpur Bus Accident: দুর্ঘটনার কবলে কলকাতা-শিলিগুড়িগামী বাস, এখনও পর্যন্ত মৃত ১, সিটের নীচে আরও দেহ আটকে থাকার সম্ভাবনা
উত্তর দিনাজপুরে বাস দুর্ঘটনা

Follow Us

উত্তর দিনাজপুর: নিয়ন্ত্রণ হারিয়ে কারখানার টিনের শেড ভেঙে ভিতরে ঢুকে গেল যাত্রীবাহী বাস। দুমড়ে, মুছড়ে একাকার হয়ে গিয়েছে বাসের সামনের অংশ। বুধবার সাতসকালেই ভয়ঙ্কর ঘটনা রায়গঞ্জের রূপাহারের ঘুঘুডাঙা এলাকায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এক বাস যাত্রীর দেহ উদ্ধার হয়েছে। তবে বাসের সিটের নীচে আরও দেহ আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকল ও পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধারকার্য চলছে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাসটি কলকাতার ধর্মতলা থেকে শিলিগুড়ির উদ্দেশে যাচ্ছিল। রায়গঞ্জ এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। প্রত্যক্ষদর্শীদের অনেকের মত, আচমকাই বাসের গতিবেগ বেড়ে যায়, সেটি যান্ত্রিক কারণেও হতে পারে অথবা চালকের চোখ লেগে আসতে পারে।

রাস্তার ধারে ঘেঁষে যাওয়ার সময়ে আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কারখানার টিনের বেড়া ভেঙে ভিতরে ঢুকে যায়। বাসের সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে যায়। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারাই ছুটে আসেন। প্রাথমিকভাবে তাঁরাই উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু বাসটির অবস্থা এতটাই খারাপ ছিল, যে কোনওভাবেই দেহ বার করা আনা সম্ভব হচ্ছিল না।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ ও দমকল। একটি দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। বাসের ভাঙা অংশ গ্যাস কাটার দিয়ে কেটে বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। ভিতরে দেহ আটকে থাকার সম্ভাবনা রয়েছে। বাসের চালক কিংবা কনডাক্টরের পরিচয় কিংবা হদিশ এখনও পাওয়া যায়নি।

Next Article