উত্তর দিনাজপুর: ফের সালিশিসভার সভার নিদান। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে
এক যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে , দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের রুইয়া এলাকায়। মাথার চুল কেটে বেঁধে রাখার ভিডিয়ো স্যোশাল মিডিয়ায় ভাইরাল। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রুইয়া আদিবাসী গ্রামের এক মহিলা গ্রামেরই এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। ভালোবেসে বিহারে পালিয়ে যান তিনি। পরিবারের সদস্যরা খোঁজ খবর করে জানতে পারেন, তিনি বিহারে পালিয়ে গিয়েছেন।
এরপর গ্রামবাসীরা তাঁদের ধরে গ্রামে নিয়ে আসেন। অভিযোগ, গ্রাম্য সালিশি সভায় তাঁদের চুল কেটে ন্যাড়া করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের পর ওই যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে বেঁধে রাখা হয় বলে অভিযোগ।
এই ঘটনার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। অন্যদিকে, এই ধরনের ঘটনা ঘটলে, আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ জানিয়েছেন। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
উল্লেখ্য, ইসলামপুরের মানুষ এখনও জেসিবি কাণ্ডের স্মৃতি ভুলতে পারেননি। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই কীভাবে একজন মহিলা ও এক যুবককে বেত জাতীয় লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়, যে ঘটনার ভিডিয়ো সামনে আসতেই, তোলপাড় হয় গোটা বাংলা। অভিযুক্ত জেসিবি-কে গ্রেফতারও করে পুলিশ। তার মধ্যেই এই ধরনের ভিডিয়ো সামনে আসতে ফের চাঞ্চল্য ছড়াল।