রায়গঞ্জ: খবরের শিরোনামে মাঝে মধ্যেই উঠে আসে মহিলাদের উপর অ্যাসিড ছোড়ার ঘটনা। এবার আর মহিলা নয়। খোদ যুবকের উপর অ্যাসিড ছোড়ার ঘটনা ঘটল এ বাংলায়। বেপরোয়া ভাবে বাইক চালানো ও মহিলাদের কটুক্তি করার প্রতিবাদ করেছিলেন এক যুবক। অভিযোগ, প্রতিবাদী সেই যুবকের উপর অ্যাসিড হামলা হল। শুধু তাই নয়, ধারাল অস্ত্র নিয়েও হামলা তাঁর উপর। গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। আহত ব্যক্তির নাম সঞ্জয় গোয়ালা। বাড়ি রায়গঞ্জ থানার খরমুজাঘাট তুলসীতলা এলাকায়।
তাঁর অভিযোগ, বিহারের বাসিন্দা কয়েকজন যুবক ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকে। অভিযোগ, প্রায়শই ওই যুবকরা মদ্যপ অবস্থায় বেপরোয়া বাইক চালায়। এলাকার মহিলাদেরও উত্তক্ত্য করে। ইতিপূর্বেও এলাকার অন্যান্য যুবকেরা এর প্রতিবাদ করেছিল বলে আহতের দাবি। সেখান থেকেই তাঁর উপর রোষ ছিল বলে দাবি। সঞ্জয়বাবু বলেন, “আমার সঙ্গে এই ছেলেটার আগে থেকেই ঝামেলা ছিল। কথাকাটাকাটি হত। গতকাল আমায় দেখে আরও খেপে গিয়েছে। তারপর আমার মুখে অ্যাসিড ছুড়েছে। হাতে চাকু মেরেছে। ও নেশা করেছিল।”
এরপর শুক্রবার রাতেও এর প্রতিবাদ করায় ওই দুস্কৃতীরা তাঁর উপর প্রথমে ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়। তাতে বাধা দিলেই তাঁর চোখে মুখে অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ। কোনও রকমে দৌড়ে প্রাণে বাঁচে বলে আহতের দাবি। এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে শনিবার প্রিন্স কুমার নামে বিহারের বাসিন্দা অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে পুলিশ। যদিও রায়গঞ্জ শহরের বুকে এই ধরনের দুস্কৃতী দৌরাত্ম্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।