পার্ভো ভাইরাসের পাদুর্ভাবে অসহায় সারমেয়রা, মৃত্যু শতাধিক

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: সোমনাথ মিত্র

Apr 03, 2021 | 1:00 PM

নির্বাচনের উত্তাপের মাঝেই পার্ভো ভাইরাসের (ParvoVirus) বাড়বাড়ন্ত।

পার্ভো ভাইরাসের পাদুর্ভাবে অসহায় সারমেয়রা, মৃত্যু শতাধিক
ফাইল ছবি

Follow Us

উত্তর দিনাজপুর: নির্বাচনের উত্তাপের মাঝেই পার্ভো ভাইরাসের (ParvoVirus) বাড়বাড়ন্ত। আক্রান্ত একের পর এক পথ কুকুর ও পোষ্য কুকুর। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে প্রায় হাজারো সারমেয়র। ঘটনায় উদ্বিগ্ন পশুপ্রেমী সংগঠন ও পোষ্যদের মালিকেরাও। ছোঁয়াচে এই ভাররাসের লাগাতার সংক্রমণের জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়।

পশু চিকিৎসকদের সূত্রে জানা গেছে, এই ভাইরাসের আক্রান্ত হলে সারমেয়দের ডিহাইড্রেশনের সঙ্গে বমি-পায়খানার সঙ্গে রক্ত নির্গমন, ক্রমে দুর্বলতা। প্রথমে অনেকেই বিষয়টি বুঝে উঠতে না পারলেও ক্রমে তা মহামারীর রূপ নিচ্ছে বলে পশুপ্রেমী সংগঠনের দাবি।

জানা গেছে, গত ডিসেম্বর মাস থেকে উত্তর দিনাজপুরে এই ভাইরাসের প্রভাব দেখা যায়। দিনেদিনে ইটাহার, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইসলামপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে পথ কুকুরদের আক্রান্ত হতে দেখা যায়। ক্রমে তা পোষ্য কুকুরদের মধ্যেও ছড়ায়। যদিও পথ কুকুরদের রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি হলেও সে ক্ষেত্রে প্রথম দিকে তাদের মধ্যে দিয়েই এই ভাইরাসের সংক্রমণ ছড়ানোয় তা যথেষ্ট চিন্তার কারণ বলে দাবি করেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা।

আরও পড়ুন: ‘কারোর ভাতিজা বিজেপির মুখ্যমন্ত্রী হবেন না’, TV9 বাংলা-কে বললেন শাহ

এদিকে বিগত কয়েকদিন ধরেই প্রতিনিয়ত পোষ্য কুকুরদের নিয়ে রায়গঞ্জের পশু হাসপাতাল ও উত্তর দিনাজপুর ‘পিউপিল ফর অ্যানিমেলস’ এর দ্বারস্থ হচ্ছেন পোষ্যদের মালিকেরা। দৈনিক শয়ে শয়ে সারমেয়দের চিকিৎসা চলছে। তবে সরকারি হাসপাতালে পরিষেবা তেমন পাওয়া যাচ্ছে না বলে পোষ্যদের মালিকদের অভিযোগ। যদিও সরকারিভাবে যতটা সম্ভব চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পশু হাসপাতালের ভেটেনারি অফিসার রাকেশ মন্ডল।

Next Article