পশ্চিম মেদিনীপুর: প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকার সার্ভে নিয়ে আশা কর্মীকে মারধোরের অভিযোগ পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। প্রতিবাদে সরব হয়েছেন আশা কর্মীরা। উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার নওদা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনায় তীব্র চাঞ্চল্য। মঙ্গলবার সন্ধ্যায় হেমতাবাদ থানা ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে।
হেমতাবাদের নওদা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সাবিনা নামে আক্রান্ত ওই আশাকর্মীর অভিযোগ, মঙ্গলবার তিনি নওদা পঞ্চায়েত অফিসে গেলে আবাস যোজনার তালিকা থেকে অযোগ্যদের নাম বা দেওয়ায় তাঁকে ওই এলাকার পঞ্চায়েত সদস্যা রেহেনা খাতুনের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা আলম আলি তাঁকে পঞ্চায়েত অফিসে আটকে রেখে মারধর করেন বলে অভিযোগ। মূলত আবাস যোজনার তালিকায় সার্ভে নিয়ে ইতিপূর্বেও আশা কর্মীদের আটকে রাখা বা হেনস্থার অভিযোগ উঠেছে।
সরাসরি মারধরের অভিযোগের ঘটনায় রীতিমত তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত বলে জানিয়ে সার্ভের কাজের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়ে এই বিষয়ে সরব হয়েছেন আশাকর্মীরা। এদিন সন্ধ্যায় আক্রান্ত ওই আশাকর্মী-সহ এলাকার আশাকর্মীরা হেমতাবাদের ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং হেমতাবাদ থানায় অভিযুক্ত আলম আলির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। নিরাপত্তা সুনিশ্চিত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আশাকর্মীরা। তবে এই বিষয়ে অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও এই বিষয়ে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হেমতাবাদের ব্লক স্বাস্থ্য আধিকারিক।