Raiganj:নির্মাণের ৬ মাস কাটতে না কাটতেই হুড়মুড়িয়ে ভাঙল ফলস সিলিং, বরাতজোরে বাঁচলেন পড়ুয়া ও অধ্যাপক

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 01, 2022 | 1:10 PM

Raiganj: বুধবার রায়গঞ্জের আব্দুল ঘাটায় মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক হলে এও ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। জানা গিয়েছে, ঘটনার সময় ডিসেকশান হলে ছিলেন কলেজের পড়ুয়া এবং অধ্যাপকেরা।

Raiganj:নির্মাণের ৬ মাস কাটতে না কাটতেই হুড়মুড়িয়ে ভাঙল ফলস সিলিং, বরাতজোরে বাঁচলেন পড়ুয়া ও অধ্যাপক
মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক হল

Follow Us

রায়গঞ্জ: নির্মাণের পর কেটেছে মাত্র ৬ মাস। তার মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফলস সিলিং। বরাতজোরে বাঁচলেন পড়ুয়া ও অধ্যাপকেরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক ব্লকের ডিসেকশন হলে। কীভাবে নির্মাণের এত কম সময়ের মধ্যে ভেঙ্গে পড়ল সিলিংটি? বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল কৌশিক সমাজদার।

বুধবার রায়গঞ্জের আব্দুল ঘাটায় মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক হলে এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। জানা গিয়েছে, ঘটনার সময় ডিসেকশান হলে ছিলেন কলেজের পড়ুয়া এবং অধ্যাপকেরা। তারা বেরোতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সিলিংটির একটি বড় অংশ। হল থেকে বেরোনোর অংশে ঘটনাটি ঘটলেও , কোনরকম বরাতজোরে দুর্ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ কর্তৃপক্ষ জানিয়েছে নির্মাণকারী সংস্থা ও বিভাগীয় দফতরকেও। ভেঙে পড়া অংশ ছাড়াও অন্য কোনও ক্ষয়ক্ষতি রয়েছে কি না তা খতিয়ে দেখার আবেদন করা হয়েছে। স্বাস্থ্য ভবনের তরফেও ভাঙা অংশ দ্রুত পুনর্নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে।

মেডিক্যাল কলেজের কর্তা বলেন, ‘মাত্র পাঁচ মাস আগে আমরা হলটির হস্তান্তর নিয়েছি। ভাই এই ধরনের ঘটনা ঘটবে আশা করিনি। তুমি এত বড় একটি ক্যাম্পাসের ছোট জায়গায় বিচ্যুতি থাকতেই পারে। আমরা পুরো বিষয়টি নির্মাণকারী সংস্থাকে জানাবো। যাতে তাদের তরফে গোটা বিষয়টি খতিয়ে দেখা হয়। বিল্ডিংয়ের বাকি অংশ আরও একবার দেখে নেওয়ার অনুরোধ করবো।’

Next Article