রায়গঞ্জ: শাসক বনাম উপাচার্য দ্বৈরথ আরও চরমে পৌঁছল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নামলো সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি। অভিযোগ দায়ের হলে ব্যবস্থা হবে, জানালেন উপাচার্য।
বুধবার বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক বৈঠক ডাকে ‘সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি’। সেখান থেকে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা একগুচ্ছ অভিযোগ করেন। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য দীপক কুমার রায় এই বিশ্ববিদ্যালয়ের ডিন ও বাংলা বিভাগের অধ্যক্ষ থাকার সময়ে অনৈতিক ভাবে নিজের পছন্দের PHD স্কলারদের অতিথি অধ্যাপক হিসেবে নিযুক্ত করেছেন। এই সকল স্কলাররা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক হিসেবে যাতে অর্থ পান সেই কারণেই এমন করেছেন। এরাই আবার স্কলারশিপের হাজার হাজার টাকা পাচ্ছেন একই সময়ে, যা পুরোপুরি UGC -র নিয়ম বহির্ভুত এবং অনৈতিক-অবৈধ বলে তাঁদের দাবি। কার্যত তাঁর পছন্দের স্কলারদের আর্থিকভাবে সুবিধা পাইয়ে দিয়ে বেআইনি কাজ করছেন উপাচার্য। আর এতে রেজিস্ট্রার সহ অন্যান্য আধিকারিকরাও সম্মতি দিয়েছেন বলে অভিযোগ। এই বিষয়ে ইতিমধ্যেই উচ্চ শিক্ষা দফতরে অভিযোগ জানিয়ে তদন্তের দাবি জানাবেন বলে জানিয়েছেন অভিযোগকারী আন্দোলনকারীরা। পাশাপাশি এই বিষয়ে উপাচার্যের পদত্যাগ চেয়েও ক্যাম্পাসে মিছিল করেছেন তাঁরা।
অন্যদিকে, এই অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় বলেন, “কারও কোনও অভিযোগ থাকলে লিখিত আকারে জানান তারা ৷ বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে যদি অভিযুক্ত হিসেবে আমার নামও থাকে তাহলে আমি নিজেই উচ্চ শিক্ষা দফতরে ও রাজ্যপালের কাছে সেই অভিযোগ পত্র পাঠাব। আইন ও নিয়ম অনুযায়ী ব্যবস্থা হবে।”