Paschim Bardhaman: টোটো আটকে ব্যবসায়ীর থেকে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৩

Paschim Bardhaman:মনোজবাবু ডালখোলার দেশবন্ধুপাড়ার বাসিন্দা। তাঁর দাবি সকালবেলা হাটে বেরিয়েছিলেন। সেই কারণে একটি টোটো ধরেন তিনি। এরপর ওই আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই দুষ্কৃতী ছিনতাই করার চেষ্টা করেন বলে অভিযোগ।

Paschim Bardhaman: টোটো আটকে ব্যবসায়ীর থেকে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৩
ইসলামপুরে ছিনতাইয়ের চেষ্টাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2024 | 5:04 PM

ইসলামপুর: টোটো আটকে এক ব্যবসায়ীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ে চেষ্টা। এলাকাবাসীর চেষ্টায় গ্রেফতার দুষ্কৃতীর। অভিযুক্তকে তুলে দেওয়া হল পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার মহম্মদপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ঘটনা। ঘটনায় আতঙ্কিত আক্রান্ত ব্যবসায়ী মনোজ আগরওয়াল।

মনোজবাবু ডালখোলার দেশবন্ধুপাড়ার বাসিন্দা। তাঁর দাবি সকালবেলা হাটে বেরিয়েছিলেন। সেই কারণে একটি টোটো ধরেন তিনি। এরপর ওই আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই দুষ্কৃতী ছিনতাই করার চেষ্টা করেন বলে অভিযোগ। মনোজ বলেন, “সকালে বিকোর হাট যাওয়ার জন্য টোটো ধরি। টোটোটি মহম্মদপুর ফ্লাইওভারের নিচে পৌঁছতেই তিন দুষ্কৃতী টোটোটিকে দাঁড় করায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে আমার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। আমি তাঁদের বাধা দিলে তাঁরা বাইক নিয়ে পড়ে যায়।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকজন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘটনাটি তাদের নজরে আসে। কাছে যেতেই দুষ্কৃতীরা তাঁদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র স্থানীয়দের দিকে তাক করে। তবে কোনওভাবে ধরে ফেলে তারা। ঘটনাস্থলে ডালখোলা থানার পুলিশ এলে তাদের হাতে দুষ্কৃতীদের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে অভিযুক্ত তিন যুবকের নাম পরিচয় জানা গিয়েছে, রঞ্জিত কুমার রাম। যার বাড়ি বিহারের প্রতাপগঞ্জ থানা এলাকায়। তাপস সরকার। বাড়ি ডালখোলা থানার শুশিলাপুরে, এবং ফইজল আলম। বাড়ি চাকুলিয়া থানার খিখিরটোলায়। পুলিশ ধৃতদের কাছ থেকে একটি অত্যাধুনিক সয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।