হিংসা অব্যাহত চোপড়ায়, বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে তার দোকান লুটপাটের অভিযোগ

সৈকত দাস |

Apr 24, 2021 | 12:41 AM

জখম বিজেপি কর্মী (BJP Worker) কে রক্তাক্ত অবস্থায় প্রথমে চোপড়ার দলুয়া ব্লক হাসপাতাল ও পরে শিলিগুড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

হিংসা অব্যাহত চোপড়ায়, বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে তার দোকান লুটপাটের অভিযোগ
নিজস্ব চিত্র

Follow Us

উত্তর দিনাজপুর: ষষ্ঠ দফা ভোট ((West Bengal Assembly Election 2021 Sixth Phase) শেষ হতেই চোপড়াজুড়ে একাধিক হিংসার খবর উঠে এসেছে। গুলিবিদ্ধ হয়েছে বিজেপির পোলিং এজেন্টের পরিবার। সেই হিংসার রেশ অব্যাহত। এবার বিজেপি করার ‘অপরাধে’ এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে।

শুক্রবার রাতে চোপড়া বিধানসভার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের সোনাপুর এলাকার ঘটনা। অভিযোগ, এদিন রাতে বিজেপি (BJP)-র ৯ নম্বর শক্তি কেন্দ্রের প্রমুখ বিপ্লব রায়ের দোকানে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। লটারি ব্যবসায়ী ওই ব্যক্তি এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি, বিজেপি কর্মীর মোটর বাইক ভাঙচুর, দোকানেও লুটপাট চালান হয়। এখানেই শেষ নয়, তাঁর দোকান বন্ধ করে চাবি নিয়ে দুষ্কৃতীরা চলে যায়। এদিকে এই ঘটনায় স্থানীয় তৃণমুল নেতা মহম্মদ শাহিদের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। আহত বিজেপি কর্মী নিজে জানান, গত এক মাস ধরে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। বিজেপি দলের সমর্থক বলে তাঁকে খুনেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: ‘পুলিশের সঙ্গে গুন্ডাদের পুরনো সম্পর্ক, তাই কিছু বলতে পারছে না’, ভোট পরবর্তী হিংসা নিয়ে মন্তব্য দিলীপের 

অভিযোগ, তাঁর নেতৃত্বেই এই হামলার ঘটনা। যদিও নিজেদের মধ্যে টাকা বাঁটোয়ারা নিয়ে বিজেপির গোষ্ঠীকোন্দল বলে পাল্টা দাবি করেছেন অভিযুক্ত তৃণমুল নেতা। এদিকে ঘটনায় গুরুতর যখম বিপ্লব রায়কে রক্তাক্ত অবস্থায় প্রথমে চোপড়ার দলুয়া ব্লক হাসপাতাল ও পরে শিলিগুড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের না হলেও পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত শুরু করেছে বলে খবর।

Next Article