Panchayat Election 2023: সিপিআই প্রার্থীর হয়ে প্রচারে রাজ্য সরকার
North Dinajpur: ইটাহারে এবার পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন মাধব। তরুণ রক্ত। ভোট নিয়ে যথেষ্ট আশাবাদীও। বাড়ি বাড়ি ঘুরছেন। প্রচার করছেন। আর ছেলের এই প্রচারে সর্বক্ষণ সঙ্গ দিয়ে যাচ্ছেন বৃদ্ধ বাবাও। রাজ্য সরকারও ছেলের সঙ্গে ঘুরে ঘুরে প্রচার করছেন।
ইটাহার: পঞ্চায়েতের প্রচার এখন শেষ লগ্নে। ভোটারদের কাছে টানতে খামতি রাখছে না কোনও দলই। আর এরই মধ্যে এক ভিন্ন দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুরের ইটাহারে। সেখানে আবার সিপিআই প্রার্থীর হয়ে প্রচার করছেন রাজ্য সরকার। নাহ, এ রাজ্য সরকার, সে রাজ্য সরকার নন। কথা হচ্ছে, ইটাহারের অশীতিপর বৃদ্ধ রাজ্য সরকারকে নিয়ে। হ্যাঁ, ঠিকই। এটাই তাঁর নাম। বাড়ি ইটাহারের পতিরাজপুরে। দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গে যুক্ত। সিপিআই করেন। সাচ্চা কমরেড মানুষ। লাল ঝান্ডা নিয়ে ঘুরে বেরিয়েছেন অনেক দিন। তবে এখন বয়স হয়েছে। তাই ব্যাটন তুলে দিয়েছেন ছেলের হাতে। রাজ্য সরকারের ছেলে মাধব সরকার। এবার পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাধব। আর ছেলের হয়ে প্রচারে কোনও খামতি রাখছেন না বৃদ্ধ রাজ্য সরকার।
ইটাহারে এবার পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন মাধব। তরুণ রক্ত। ভোট নিয়ে যথেষ্ট আশাবাদীও। বাড়ি বাড়ি ঘুরছেন। প্রচার করছেন। আর ছেলের এই প্রচারে সর্বক্ষণ সঙ্গ দিয়ে যাচ্ছেন বৃদ্ধ বাবাও। রাজ্য সরকারও ছেলের সঙ্গে ঘুরে ঘুরে প্রচার করছেন। গ্রামের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি বাড়িতে পৌঁছে যাচ্ছেন। মানুষ যাতে তাঁর ছেলেকেই ভোট দেন, সেই আবেদনও করছেন। বাপ-বেটা দু’জনেই আশাবাদী জয় নিয়ে। লোকজনের কাছে যথেষ্ট ইতিবাচক সারা মিলছে বলেও জানাচ্ছেন তাঁরা। মাধব সরকারের বাবা বলছেন, ‘আমি রাজ্য সরকার। বামের হয়ে প্রচার করছি। আগে যেমন ছিল, আবার ফিরে আসবে বাম।’ প্রচারে বেরিয়ে শাসক দলের দুর্নীতির অভিযোগকেই হাতিয়ার করছেন তাঁরা।
বয়সের ভার শরীরের উপর পড়তে শুরু করেছে। লাঠির উপর ভর করে চলতে হয়। তাই নিয়েই গ্রাম চষে বেড়াচ্ছেন তিনি ছেলের জন্য। এক হাতে লাঠি, অন্য হাতে লাল ঝান্ডা কাঁধে তুলে ঘুরছেন। যাঁর সঙ্গেই দেখা হচ্ছে, বলছেন ছেলেকে ভোট দেওয়ার জন্য। বাবাকে এই বয়সেও অত সক্রিয় দেখে বুকে ভোটের মুখে বল পাচ্ছেন মাধবও।