Vegetable Price: পুজোর মুখে পুড়ছে পকেট, হু হু করে সবজির দাম বাড়ছে

Ashim Bera | Edited By: সায়নী জোয়ারদার

Sep 24, 2024 | 11:57 AM

Ghatal: ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর-সহ বিভিন্ন বাজারে উঠে এসেছে তেমনই ছবি। শসা ৫০ টাকা কিলো, পটল কেজি প্রতি ৫০ টাকা, ঝিঙে ৪০ টাকা, উচ্ছের দাম ৫০ টাকা প্রতি কিলো দরে বিক্রি হচ্ছে। দুর্যোগের কারণে উদ্ভুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও সহজ হচ্ছে না।

Vegetable Price: পুজোর মুখে পুড়ছে পকেট, হু হু করে সবজির দাম বাড়ছে
দাম বাড়ল সবজির।
Image Credit source: TV9 Bangla

Follow Us

ঘাটাল: চারদিক জল থই থই। বিঘার পর বিঘা সবজি, ফসলের জমি জলের নিচে। বাজারে জোগান কম, ফলে পুজোর আগে বাড়ল শাক সবজির দাম। মধ্যবিত্তের পকেটে যেমন টান পড়ছে, একইভাবে ফসলে ক্ষতিতে কৃষকদের রাত কাটছে বিনিদ্র।

কয়েকদিনের টানা বৃষ্টি, বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে প্লাবিত হয়েছে মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর-সহ বিস্তীর্ণ কৃষি প্রধান এলাকা। বিঘার পর বিঘা ধান-সহ শাকসবজি জলেই নষ্ট হচ্ছে।

জল নামলেও এবার সবজিতে পচন শুরু হয়ে যাবে। ফলে ক্ষতি আটকানো কোনওভাবেই সম্ভব নয়। ইতিমধ্যেই জেলার একাধিক জেলায় সবজির দাম আগুন ছোঁয়া।

এই খবরটিও পড়ুন

ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর-সহ বিভিন্ন বাজারে উঠে এসেছে তেমনই ছবি। শসা ৫০ টাকা কিলো, পটল কেজি প্রতি ৫০ টাকা, ঝিঙে ৪০ টাকা, উচ্ছের দাম ৫০ টাকা প্রতি কিলো দরে বিক্রি হচ্ছে। দুর্যোগের কারণে উদ্ভুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও সহজ হচ্ছে না।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত প্রশাসন বিষয়টি দেখুক। যদিও কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যসচিব ঘাটাল পরিদর্শনে এসে জানান, জল নামলেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। অন্যদিকে সোমবার পূর্ব বর্ধমান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ও বার্তা দিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত চাষের জমির ক্ষতিপূরণ দেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার জমি মেপে ক্ষতিগ্রস্ত চাষিদের শস্যবিমার টাকাও দেওয়া হবে।

Next Article