বোলপুর: জমি-সমস্যা মেটাতে অমর্ত্য সেন চাইলে আদালতের সাহায্য নিতে পারেন অথবা আলোচনার মাধ্যমে সমস্ত বিষয়টি পরিষ্কার করতে পারেন। শনিবার একটি বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। শুধু তাই নয়, আগামী দিনে যাতে বিশ্বভারতীর জমি দখল না হয় এবং আগে যে জমি দখল হয়েছে সেই জমি পুনরুদ্ধার করার সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
গত কয়েকদিন ধরেই অমর্ত্য সেন ও বিশ্বভারতী কর্তৃপক্ষের মধ্যে জমি নিয়ে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রয়েছেন অভিযোগ তুলে বিশ্বভারতীর তরফে ইতিমধ্যে তাঁকে দুটি চিঠি পাঠানো হয়েছে। যদিও বিশ্বভারতীর দাবি সঠিক নয় বলে পাল্টা দাবি জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এরপর তাঁর নোবেল-প্রাপ্তি নিয়েও বিতর্ক শুরু করেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এই পরিস্থিতিতে জমি দখলদারি নিয়ে বিশ্বভারতীর বিজ্ঞপ্তি প্রকাশ বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষত, আগে যে জমি দখল হয়েছে সেই জমি পুনরুদ্ধার করার সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিশ্বভারতী কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তি দিয়েছে, তার মাধ্যমে পরোক্ষে নোবেলজয়ীকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, বিশ্বভারতীর তরফে প্রকাশিত এদিনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বভারতীর ১১৩৪ একর জমি রয়েছে। যার মধ্যে ২০১৮ সালে ৭৭ একর জমি দখল করা হয়েছিল। গত চার বছরে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে অবৈধ দখলদারের কাছ থেকে ১৫ একর জমি পুনরুদ্ধার করা হয়েছে এবং বাকি জমি উদ্ধারের চেষ্টা চলছে।
জমি উদ্ধারের পরিপ্রেক্ষিতে অমর্ত্য সেনকে ইতিমধ্যে বিশ্বভারতীর তরফে নোটিস দেওয়া হয়েছে। বিশ্বভারতীর ১৩ ডেসিম্যাল জায়গা অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী-র মধ্যে ঢুকে রয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে চিঠি দিয়ে সেই জমি ফেরত দেওয়ার আর্জি জানানো হয়েছে বিশ্বভারতীর তরফে। যদিও অমর্ত্য সেন তাঁর প্রতীচী-র জমি কেনার ইতিহাস তুলে ধরেছেন। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ যে তাদের সিদ্ধান্তে অনড়, তা এদিনের বিজ্ঞপ্তিতেই প্রকাশিত। তাই অমর্ত্য সেন চাইলে আদালতের সাহায্য নিতে পারেন অথবা আলোচনার মাধ্যমে বিষয়টি মেটাতে পারেন বলেও জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।