হিংসা এড়িয়ে, করোনা বাঁচিয়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে সামিল লুপ্তপ্রায় টোটো জনজাতি

tista roychowdhury |

Apr 10, 2021 | 7:07 PM

 আলিপুরদুয়ার শহর থেকে প্রায় ৬০ কিলোমটার জঙ্গলে ঘেরা ভুটান পাহাড়ের কোলে এই টোটোপাড়া গ্রামে বর্তমানে প্রায় ১৮০০ টোটো জনজাতির বাস। এ বারের নির্বাচনে প্রথম থেকেই কড়া কমিশন। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

 হিংসা এড়িয়ে, করোনা বাঁচিয়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে সামিল লুপ্তপ্রায় টোটো জনজাতি
ফাইল ছবি

Follow Us

আলিপুরদুয়ার: এক নির্বাচনে রক্ষা নেই, দোসর করোনা! নির্বাচনের চতুর্থ দফায় যখন রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি, তখন প্রতিবেশী আলিপুরদুয়ার সীমান্তে বসবাসকারী টোটো সম্প্রদায়ের মানুষেরা নির্বাচনে নয়া নজির গড়ল। যথাযথ করোনাবিধি মেনে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে সামিল লুপ্তপ্রায় টোটো (Toto) জনজাতি।

আলিপুরদুয়ার শহর থেকে প্রায় ৬০ কিলোমটার জঙ্গলে ঘেরা ভুটান পাহাড়ের কোলে এই টোটোপাড়া গ্রামে বর্তমানে প্রায় ১৮০০ টোটো জনজাতির বাস। এ বারের নির্বাচনে প্রথম থেকেই কড়া কমিশন (Election Commission)। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী (CRPF)। যদিও, স্থানীয়দের দাবি, সকলেই মিলেমিশে থাকেন এই এলাকায়। হিংসার পরিবেশ আদপেই নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। শনিবার সকালে, করোনা বিধি মেনেই বুথে বুথে গিয়ে ভোট দিলেন টোটোরা। স্থানীয় বাসিন্দা দিল বাহাদুর টোটো, রিমা টোটেদের চাহিদা যৎসামান্যই। ভাল রাস্তা, চাকরি, দুবেলা খাবারের জোগান, সর্বোপরি স্বীকৃতি। অনেক চাহিদা যেমন পূরণ হয়েছে তেমন অনেক কিছুই কেবল প্রতিশ্রুতিই থেকে গিয়েছে বলে দাবি তাঁদের।

প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি রাজ্য সরকারের উদ্যোগে আলিপুরদুয়ারের ফালাকাটায় আয়োজিত একটি গণবিবাহের আসরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পৃথক উন্নয়ন বোর্ডের দাবি জানিয়েও ফল না মেলায় মেচ-রাভা-বোড়ো-গারো ও টোটো জনজাতিদের যৌথ মঞ্চ রাজ্য সরকার আয়োজিত সেই অনুষ্ঠান অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয়। শুধুমাত্র ওই গণবিবাহ নয়, একুশের নির্বাচনেও ভোট বয়কটের ডাক দিয়েছিল ডুয়ার্সের জনজাতিদের ওই যৌথ মঞ্চ। আদিবাসী ভোটকে কাজে লাগাতে কসুর করেনি শাসক ও বিরোধী শিবির। ঘন ঘন জনসভায় প্রতিশ্রুতির বন্যা বইয়েছেন হেভিওয়েট নেতৃত্বরা। তবে টোটোদের মন জয় কারা করতে পারবে তা জানা যাবে ২-মে।

আরও পড়ুন: ভোটসন্ত্রাস ছড়াতে, অনুব্রতর সঙ্গে চক্রান্ত করে আনা হচ্ছে লোক, অভিযোগ জিতেন্দ্রের, প্রমাণ হলে নাকখত দেবেন, পাল্টা নরেন্দ্রনাথ

 

Next Article