রাত পোহালেই ভোট-ষষ্ঠী, কমিশনের বিশেষ নজর বারাকপুরে, নিযুক্ত অতিরিক্ত পর্যবেক্ষক

ঋদ্ধীশ দত্ত |

Apr 21, 2021 | 6:47 PM

৪ জেলার ৪৩ টি আসনে নজর থাকলেও উত্তর ২৪ পরগনায় রাজনৈতিক হিংসার ইতিহাসের কথা মাথায় রেখে বারাকপুর শিল্পাঞ্চলে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

রাত পোহালেই ভোট-ষষ্ঠী, কমিশনের বিশেষ নজর বারাকপুরে, নিযুক্ত অতিরিক্ত পর্যবেক্ষক
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: আর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। মোট ৪৩ টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত চলেছে। তার আগেই কার্যত চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন। ৪ জেলার ৪৩ টি আসনে নজর থাকলেও উত্তর ২৪ পরগনায় রাজনৈতিক হিংসার ইতিহাসের কথা মাথায় রেখে বারাকপুর শিল্পাঞ্চলে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

কমিশন সূত্রে খবর, ষষ্ঠ দফার ভোটের জন্য মোট ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। যার মধ্যে ১৪ কোম্পানি থাকছে আসানসোল-দুর্গাপুরে। বনগাঁ ও বারাসত পুলিশ জেলায় মোতায়েন করা হবে ৬৯ ও ৫৯ কোম্পানি বাহিনী। বারাকপুর কমিশনারেট এলাকায় থাকছে ১০৭ কোম্পানি, বসিরহাচে ৪০ কোম্পানি, বিধাননগরে এবং দক্ষিণ দিনাজপুরে ৩ কোম্পানি বাহিনী থাকবে। এ ছাড়াও উত্তর দিনাজপুরের ইসলামপুরে ৮২ কোম্পানি, কৃষ্ণনগরে ১৬৩ কোম্পানি, পূর্ব বর্ধমানে ১৪৩ কোম্পানি এবং রায়গঞ্জে ৯৬ কোম্পানি বাহিনী থাকবে।

৪৩ টি আসনের মোট ১৪,৪৮০ বুথে ভোটগ্রহণ হবে। যার মধ্যে সিংহভাগই স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বলে জানা গিয়েছে। ষষ্ঠ দফায় সাধারণ পর্যবেক্ষক থাকছেন ২৬ জন, পুলিশ পর্যবেক্ষক থাকছেন ১৪ জন এবং ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক থাকছেন ১৩ জন।

আরও পড়ুন: শীতলকুচি নিয়ে মমতার ‘অডিয়ো টেপ’ এবার দিল্লিতে পাঠাচ্ছে কমিশন

তবে সব কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি সতর্কতা নেওয়া হচ্ছে বারাকপুর নিয়ে। আগামিকাল সেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই কারণে শুধুমাত্র বারাকপুরের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বস্তুত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত, একজন পর্যবেক্ষকের উপর দুই বা তিন কেন্দ্রের দায়িত্ব থাকে। তবে শুধুমাত্র বারাকপুরের জন্য একজন অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: লোকসভা নির্বাচনের স্মৃতি উসকাচ্ছে জগদ্দল-কাঁচরাপাড়া-টিটাগড়! ভোটের ঠিক আগেই বলি ১, বেপরোয়া বোমাবাজি

 

Next Article