গভীর রাতে এটিএমের মধ্যে নিরাপত্তা রক্ষীকে ভোজালির কোপ, কারণ নিয়ে ধোঁয়াশা
পুলিশ সূত্রে খবর, ভোজালির কোপে গুরুতর জখম ওই নিরাপত্তা রক্ষী জয়ন্ত বাউরি।
পশ্চিম বর্ধমান: গভীর রাতে এটিএমে (ATM) ঢুকে নিরাপত্তা রক্ষীকে ভোজালি দিয়ে কোপালো এক দুষ্কৃতী। দুর্গাপুরের বেনাচিতি বাজারের একটি এটিএমে (ATM) শনিবার রাত একটা নাগাদ এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, ভোজালির কোপে গুরুতর জখম ওই নিরাপত্তা রক্ষী জয়ন্ত বাউরি। তাঁকে দুর্গাপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে, শনিবার রাত একটা নাগাদ ওই দুষ্কৃতী বাইকে করে এটিএমে (ATM) আসে। সেইসময় নিরাপত্তা রক্ষী বাইরে বেরিয়ে আসছিলেন। তখনই তাঁকে ভোজালি দিয়ে আঘাত করে দু্ষ্কৃতী। ভোজালির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জয়ন্ত। চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে স্থানীয়রাই বেরিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
আরও পড়ুন: হেরোইনের নেশায় বুঁদ ‘পাড়ার দাদারা’, প্রতিবাদ করায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক
এটিএম (ATM) লুঠের উদ্দেশ্য নাকি জয়ন্তের সঙ্গে কোনও ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা তা খতিয়ে দেখছে দুর্গাপুর থানার পুলিশ।