কলকাতা: বাংলায় একুশের বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2021) ঘিরে গোটা দেশের রাজনৈতিক পারদ উঠেছে সপ্তমে। মাঝে আর মাত্র দু’দিন সময়। তারপরই প্রথম দফার ভোটগ্রহণ শুরু হবে। নির্বাচনী প্রক্রিয়া শুরুর একেবারে দোরগোড়ায় এসে বাংলার মুড বোঝার জন্য ফের আরেকবার রাজ্যজুড়ে সমীক্ষা চালাল TV9 বাংলা ও পোলস্ট্র্যাট। ১০ হাজার মানুষের মধ্যে এই সমীক্ষা চালিয়ে বাংলার মুড বোঝার চেষ্টা করা হয়েছে।
বিগত এক সপ্তাহে রাজ্যের রাজনৈতিক আবহাওয়ার কতটা বদল হল সেটা বোঝার জন্য এক সপ্তাহের ব্যবধানে ফের একবার সমীক্ষা চালানো হয়। যেখানে একাধিক প্রশ্ন ভোটদাতাদের সামনে তুলে ধরা হয়। গত ১৯ মার্চ প্রথম ওপিনিয়ন প্রকাশ্যে আনে TV9 বাংলা। এ বার সামনে আনা হচ্ছে দ্বিতীয় দফার ওপিনিয়ন পোল।
তবে আবারও মনে করিয়ে দেওয়া দরকার। এই সমীক্ষায় কেবলই একটা আভাস বা অনুমান পাওয়া যাবে যে আসন্ন বিধানসভা ভোটের ফলাফল কেমন হতে পারে। তবে এটাই যে হতে চলেছে তা কখনই বলা যাবে না। কেননা, বর্তমান রাজনৈতিক আবহাওয়ার উপর নির্ভর করে এই ওপিনিয়ন পোল TV9 বাংলা প্রকাশ করতে চলেছে। রাজ্যে আট দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে পরিবেশ-পরিস্থিতি যে কোনও সময় বদলে যেতে পারে। এর সঙ্গে বাস্তবের ফলাফলের ফারাক তিন শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায়শই তোষণের রাজনীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের সঙ্গে আপনারা কতটা সহমত?
সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩৯.৩ শতাংশ মানুষই জোর গলায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করেন। ১৫.৪ শতাংশ মানুষ জানান, তারাও কিছুটা একই রকম মনে করেন। অন্যদিকে, ২৮.৯ শতাংশ মানুষ পুরোপুরি অস্বীকার করেছেন এই অভিযোগ। বলতে পারব না, এই জবাব দিয়েছেন ১৬.৪ শতাংশ মানুষ।
আরও পড়ুন: শিশির থেকে শিক্ষা! মোদীর মঞ্চ কেন এড়ালেন দিব্যেন্দু?
সংখ্যালঘু তোষণের পাশাপাশি আরও একটি প্রশ্নও জনগণের সামনে করা হয়। তা হল, বাম-কংগ্রেস ও আইএসএফ জোট করে ভোটে নামায় কি তৃণমূলের ক্ষতি হবে?
এই প্রশ্নের জবাবে ৩১.৩ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা মনে করেন এতে তৃণমূল মারাত্মক ধাক্কা খাবে। তৃণমূলের অল্পবিস্তর ক্ষতি হতে পারে, বলেছেন ২১.৭ শতাংশ মানুষ। অন্যদিকে ২৮.৮ শতাংশ মানুষের মতে, এর কোনও প্রভাব ভোট বাক্সে পড়বে না। উত্তর দিতে পারব না, বলেছেন ১৮.২ শতাংশ ছবি।
আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী হবেন বাংলারই ভূমিপুত্র’, শিশির- শুভেন্দুকে পাশে নিয়ে আশ্বাস মোদীর
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০১৯ লোকসভা ভোটে বিজেপির বিরাট লাভের পিছনে হিন্দু ভোটারদের ভূমিকাটাই ছিল মুখ্য। এবং তৃণমূলের জন্য যে সংখ্যালঘু তোষণ এখনও মাথাব্যথার কারণ হয়ে রয়েছে, তাও স্পষ্ট হয়ে গিয়েছে। শাসকদলের যদিও দাবি, বিজেপি ভুলভাবে ব্যাখ্যা করার কারণেই জনমানসে এই ধরনের ধারণা তৈরি হয়েছে।