স্যালাইনের চ্যানেল তখনও রয়েছে হাতে, বৃ্দ্ধের মৃতদেহ দেখে আঁতকে উঠলেন পথচারিরা

tista roychowdhury |

Feb 28, 2021 | 11:27 PM

রবিবার দুপুর নাগাদ আচমকা স্থানীয়রা আবিষ্কার করেন আনুমানিক বছর বাষট্টির প্রৌঢ়ের মৃতদেহটি। বৃদ্ধের হাতে তখনও স্যালাইনের চ্যানেল।

স্যালাইনের চ্যানেল তখনও রয়েছে হাতে, বৃ্দ্ধের মৃতদেহ দেখে আঁতকে উঠলেন পথচারিরা
নিজস্ব চিত্র

Follow Us

মালদা: রাস্তায় পড়ে আছে বৃদ্ধের দেহ (Found Dead)। নজর করেননি কেউ। ৩৪ নম্বর জাতীয় সড়কের( 34 National Highway) পাশে প্রায় সাড়া সকাল পড়ে রইল অজ্ঞাত পরিচয় বৃ্দ্ধের মৃতদেহ (Found dead)। রবিবার দুপুর নাগাদ আচমকা স্থানীয়রা আবিষ্কার করেন আনুমানিক বছর বাষট্টির প্রৌঢ়ের মৃতদেহটি। বৃদ্ধের হাতে তখনও স্যালাইনের চ্যানেল। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ।

আরও পড়ুন: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মার খেলেন ক্রিকেটার রিচা ঘোষের বাবা

পুলিশ সূত্রের খবর, এখনও মৃতের (Found dead) পরিচয় জানা যায়নি। মালদা ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছেই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধ মেডিক্যাল কলেজেই ভর্তি ছিলেন বলেই প্রাথমিক অনুমান পুলিশের। তবে, হাসপাতাল থেকে কীভাবে তিনি রাস্তার ধারে এলেন তা এখনও স্পষ্ট নয়। মৃতদেহটি (Found dead) ময়নাদতদন্তের জন্য পাঠানো হয়েছে।

যদিও এখনও পর্যন্ত মালদা মেডিক্যাল কলেজ থেকে কোনওরকম রোগীর নিখোঁজ হওয়ার খবর আসেনি।

 

 

Next Article