দীর্ঘ ২০ বছরের সাধনায় ফলল সুগন্ধী ‘তুলাইমতি’, সৌজন্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

tista roychowdhury |

Feb 21, 2021 | 3:42 PM

এই ধানের চাল হবে সুগন্ধী, সরু ও দীর্ঘ, একইসঙ্গে ফলনও বাড়বে।

দীর্ঘ ২০ বছরের সাধনায় ফলল সুগন্ধী ‘তুলাইমতি’, সৌজন্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
নিজস্ব চিত্র

Follow Us

উত্তর দিনাজপুর: সুগন্ধী তুলাইপাঞ্জি ধান (Paddy)। লম্বা দানার বাসমতী। অত্যধিক ফলিত আইআর-৬৪। এই তিন মিলে কৃত্রিমভাবে গবেষণাগারে জন্ম নিল নতুন সংকর ধান (Paddy) ‘তুলাইমতি’। শিরোনামে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক সুভাষ চন্দ্র রায়। দীর্ঘ ২০ বছরের গবেষণার পর অবশেষে ‘সুফল’ ফলল।

অধ্যাপক রায় জানিয়েছেন, সুগন্ধের জন্য তুলাইপাঞ্জির চাহিদা বাজারে অত্যধিক। কিন্তু ফলন কম। অন্যদিকে, আইআর-৬৪-এর (Paddy) ফলন অত্যন্ত বেশি। আর বাসমতী চাল সরু ও লম্বাও। তাই, এই তিন রকমের ধান মিশিয়ে ল্যাবরেটরিতে নতুন ধান তৈরির চেষ্টা করছিলেন অধ্যাপক। অবশেষে ফলল ‘তুলাইমতি’। এই ধানের চাল হবে সুগন্ধী, সরু ও দীর্ঘ, একইসঙ্গে ফলনও বাড়বে।

আরও পড়ুন: ওঁত পেতে মার্জার, সদ্যোজাত নিয়ে তটস্থ মায়েরা, উদাসীন আর জি কর

‘তুলাইমতি’-কে (Paddy) বিশ্ববাজারে পৌঁছে দিতেও তৎপর অধ্যাপক। উত্তর দিনাজপুর ছাড়াও কোচবিহার, মালদা ও দক্ষিণ দিনাজপুরেও তুলাইমতির চাষ শুরু করার পরিকল্পনা চলছে বলেই জানিয়েছেন অধ্যাপক সুভাষ চন্দ্র রায়।

 

 

Next Article