বর্ধমান: অ্যাকাউন্টে ঢোকেনি ভোটের জন্য প্রদত্ত সাম্মানিক। ক্ষোভে ফেটে পড়লেন ভোটকর্মীরা। বিক্ষোভ বর্ধমানের আউসগ্রাম ১ নম্বর ব্লক ডিসিআরসিতে। বুথে না গিয়ে ডিসিআরসি-তে বিক্ষোভে ফেটে পড়লেন ভোটকর্মীরা।সরঞ্জাম না নিয়ে সেখানে বসেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এমনকি ডিসিআরসি-র চরম অব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। ভোটকর্মীদের দাবি, অ্যাকাউন্টে টাকা না ঢুকলে বুথে যাবেন না তাঁরা। পূর্ব বর্ধমানের আউশগ্রাম ১ নম্বর ব্লকের গুসকরা মহাবিদ্যালয়ের ডিসিআরসি-তে উত্তেজনা।
জেলাপ্রশাসনের তরফে মাইকিং করে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। জেলা প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হচ্ছে, অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তাঁদের ভোটের জিনিসপত্র নিয়ে বুথে যাওয়ার জন্য আবেদন করা হচ্ছে। যদিও নিজেদের দাবিতে অনড় রয়েছেন ভোটকর্মীরা।
এক ভোট কর্মী বলেন, “আমরা অনেকটা দূর থেকে এসেছি। ভোটকর্মীদের বেশিরভাগই এখানকার লোক নয়। এখানে ন্যূনতম জলের ব্যবস্থাও নেই। একটা ট্যাঙ্কি এনে রাখা হয়েছে। তবে সেই জল ছাগলও খাবে না। তবে এই প্রথম নয়। প্রতিবার আমরা চরম অব্যবস্থার মধ্যে কাজ করি। কিন্তু বিষয়টা যে ভোটের দায়িত্বের জন্য যে সামান্য টাকাটুকু দেওয়া হয়, সেটাও অ্যাকাউন্টে ঢোকেনি।”
যদিও আউশগ্রাম ১ নম্বর বিডিও অরিন্দম মুখোপাধ্যায় জানিয়েছেন, ব্যাঙ্কের লিঙ্কটা কাজ করেনি। কারও কারও কোনও টেকনিক্যাল ইস্যুতে সমস্যা হচ্ছে। তাই টাকা ঢুকতে দেরি হচ্ছে। তবে অধিকাংশ ভোটকর্মীর টাকায় ঢুকে গিয়েছে বলে দাবি করেছেন বিডিও। তাঁর আশ্বাস, দ্রুত বাকিদেরটাও ঢুকে যাবে।