দক্ষিণ ২৪ পরগনা: সানশেট তৈরি নিয়ে বচসা (Broil)। শনিবার সকালে, বাসন্তীর ভাঙনখালি গ্রামে সানশেট তৈরি ঘিরে বচসার (Broil) জেরে বাবা-ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপ প্রতিবেশীর।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দুপুরে বাড়ির একটি সানশেট তৈরি নিয়ে অশান্তি শুরু হয় আজিজুল সর্দার ও সিরাজুল সর্দারের পরিবারের মধ্যে। তখনকার মতো বচসা মিটিয়ে দেন স্থানীয়রাই। শনিবার সকালে, কলতলার মোড়ে আজিজুল ও তাঁর ছেলে এচাককে সিরাজুল, রবিউল ও বাবলু এক সঙ্গে বেধড়ক মারধর করেন। তারপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় আজিজুল ও এচাককে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাবা ও ছেলে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেন আজিজুল।
আরও পড়ুন: ‘মাখো মাখো অবস্থায়’ দেখা গেল যুগলকে, বিউটি পার্লারের নামে রমরমিয়ে চলছে মধুচক্র
পুলিশ সূত্রে খবর, আজিজুল ও সিরাজুলের পারিবারিক বিবাদ (Broil) দীর্ঘদিনের। মূলত, বাড়ির সীমানা নিয়েই এই বিবাদ। শুক্রবার দুই পরিবারের মধ্যে বচসা হয়। তার জেরেই শনিবার এই ঘটনা ঘটেছে। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।