কলতলার মোড়ে বাবা-ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপ

tista roychowdhury |

Feb 14, 2021 | 9:25 PM

আজিজুল ও সিরাজুলের পারিবারিক বিবাদ দীর্ঘদিনের। মূলত, বাড়ির সীমানা নিয়েই এই বিবাদ।

কলতলার মোড়ে বাবা-ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপ
নিজস্ব চিত্র

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: সানশেট তৈরি নিয়ে বচসা (Broil)। শনিবার সকালে, বাসন্তীর ভাঙনখালি গ্রামে সানশেট তৈরি ঘিরে বচসার (Broil) জেরে বাবা-ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপ প্রতিবেশীর।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দুপুরে বাড়ির একটি সানশেট তৈরি নিয়ে অশান্তি শুরু হয় আজিজুল সর্দার ও সিরাজুল সর্দারের পরিবারের মধ্যে। তখনকার মতো বচসা মিটিয়ে দেন স্থানীয়রাই। শনিবার সকালে, কলতলার মোড়ে আজিজুল ও তাঁর ছেলে এচাককে সিরাজুল, রবিউল ও বাবলু এক সঙ্গে বেধড়ক মারধর করেন। তারপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় আজিজুল ও এচাককে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাবা ও ছেলে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেন আজিজুল।

আরও পড়ুন: ‘মাখো মাখো অবস্থায়’ দেখা গেল যুগলকে, বিউটি পার্লারের নামে রমরমিয়ে চলছে মধুচক্র

পুলিশ সূত্রে খবর, আজিজুল ও সিরাজুলের পারিবারিক বিবাদ (Broil) দীর্ঘদিনের। মূলত, বাড়ির সীমানা নিয়েই এই বিবাদ। শুক্রবার দুই পরিবারের মধ্যে বচসা হয়। তার জেরেই শনিবার এই ঘটনা ঘটেছে। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

 

 

Next Article