দক্ষিণের পর এবার উত্তরবঙ্গের পালা, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ৫ জেলা জুড়ে

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 06, 2021 | 12:10 AM

West Bengal Weather Update: কমপক্ষে দুই থেকে তিন দিন এই ভারী বৃষ্টিপাত চলবে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।

দক্ষিণের পর এবার উত্তরবঙ্গের পালা, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ৫ জেলা জুড়ে
ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

Follow Us

কলকাতা: ভারী বৃষ্টিতে দক্ষিণবঙ্গকে প্রায় ভাসিয়ে দিয়েছে ঘূর্ণাবর্ত। এ বার পালা উত্তরবঙ্গের। সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষ থেকেই উত্তরবঙ্গে ব়ৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৮ অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। কিন্তু এর পরের দিন, অর্থাৎ ৯ অগস্ট থেকেই উত্তরে বাড়বে বৃষ্টির পরিমাণ। ১০ অগস্ট থেকে রীতিমতো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হবে উপরের জেলাগুলির দিকে।

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ অগস্ট থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে। যে জেলাগুলিতে মাত্রাতিরিক্ত বৃষ্টি হবে তা হল- দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। কমপক্ষে দুই থেকে তিন দিন এই ভারী বৃষ্টিপাত চলবে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। ফলে দক্ষিণবঙ্গের পর এ বার উত্তরের জেলাগুলিতেও বন্যার আশঙ্কা দেখা দিতে শুরু করেছে।

যদিও দক্ষিণের জেলাগুলিকে স্বস্তি দিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্তটি দক্ষিণবঙ্গের আকাশ থেকে সরে গিয়েছে। ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও পাল্লা দিয়ে কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। তবে উপকূলের জেলাগুলিতে এবং দুই ২৪ পরগনার দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাত হবে আগামিকাল পর্যন্ত। কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে। আরও পড়ুন: ‘দুয়ারে নর্দমার জল প্রকল্পের জন্য দায়ী অপদার্থ মুখ্যমন্ত্রী’, নমোকে চিঠি শুভেন্দুর

 

Next Article