Bankura News: ডুলি ছিঁড়ে সোজা নিচে পড়ল শ্রমিক, সেখানেই শেষ…
Bankura: প্রতিদিনের মত মঙ্গলবার সকালেও নির্মাণ কাজ শুরু হয়। বহুতলের গা ঘেঁষে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক অশোক। নির্মাণকারী সংস্থার আরেক কর্মী ফিরোজ আলি মণ্ডল বলেন, "ডুলিতে করে সিমেন্ট তুলছিলেন। হঠাৎই সেটা ভেঙে পড়ে। ছিটকে মাটিতে পড়ে যান অশোক।
বাঁকুড়া: ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ায়। ডুলি ছিঁড়ে পড়ে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের। বাঁকুড়ার কোতুলপুর থানার মিলমোড় এলাকায় ঘটনাটি ঘটে। মৃত শ্রমিকের নাম অশোক হেমব্রম। স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার কোতুলপুর থানার মিলমোড় এলাকায় বেশ কিছুদিন ধরেই একটি বহুতল নির্মাণের কাজ চলছে। সেখানে রাজমিস্ত্রি হিসাবে কাজ করছিলেন অশোক। কোতুলপুর থানার বাগরোল আদিবাসী পাড়ার বাসিন্দা ছিলেন তিনি।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
প্রতিদিনের মত মঙ্গলবার সকালেও নির্মাণ কাজ শুরু হয়। বহুতলের গা ঘেঁষে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক অশোক। নির্মাণকারী সংস্থার আরেক কর্মী ফিরোজ আলি মণ্ডল বলেন, “ডুলিতে করে সিমেন্ট তুলছিলেন। হঠাৎই সেটা ভেঙে পড়ে। ছিটকে মাটিতে পড়ে যান অশোক। মাথায় খুবই আঘাত লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা বললেন মারা গিয়েছে।”
অশোকের সঙ্গে কাজ করছিলেন স্বপন মাণ্ডি। তিনি জানান, অনেকে মিলে কাজ করছিলেন। তিনি উপরে ছিলেন। হঠাৎ শোনেন নিচে চিৎকার হচ্ছে। এরপরই দেখেন অশোক পড়ে গিয়েছেন। এলাকার লোকজনের অভিযোগ, শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়। অথচ কোনও নির্মাণসংস্থাই শ্রমিকদের নিরাপত্তার দিকটি নজরে রাখেন না। ফলে চরমতম পরিণতির শিকারও হতে হয় কোনও কোনও ক্ষেত্রে।