Elephant: হুলাপার্টির সঙ্গে গিয়েছিল হাতি তাড়াতে, ভয়ঙ্কর পরিণতি যুবকের

Debabrata Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Oct 19, 2023 | 10:35 PM

Medinipur: হুমগড় রেঞ্জের হদহদি জঙ্গলে প্রায় ২৫টি হাতি রয়েছে। ওই হাতির দলটিকে বৃহস্পতিবার রসকুণ্ডু ময়রাকাটা জঙ্গলে পাঠানোর চেষ্টা করছিলেন হুলাপার্টির সদস্যরা। সেই দলে ছিলেন রাজুও। এতগুলি হাতি একসঙ্গে। স্বভাবতই হইচইও অনেক বেশিই চলছিল। আচমকাই রাজু পড়ে যান হাতির সামনে। উঠে আসতে পারেননি তিনি।

Elephant: হুলাপার্টির সঙ্গে গিয়েছিল হাতি তাড়াতে, ভয়ঙ্কর পরিণতি যুবকের
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: হাতি তাড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি হুলাপার্টির এক সদস্যর। হাতি তাড়াতে গিয়ে পড়ে যান হাতির পায়ের কাছেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজু মাল নামে ৩৫ বছরের যুবকের। মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার হুমগড়ের জঙ্গলে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। গোয়ালতোড় থানারই বাবুইবাসা গ্রামের বাসিন্দা ছিলেন রাজু।

হুমগড় রেঞ্জের হদহদি জঙ্গলে প্রায় ২৫টি হাতি রয়েছে। ওই হাতির দলটিকে বৃহস্পতিবার রসকুণ্ডু ময়রাকাটা জঙ্গলে পাঠানোর চেষ্টা করছিলেন হুলাপার্টির সদস্যরা। সেই দলে ছিলেন রাজুও। এতগুলি হাতি একসঙ্গে। স্বভাবতই হইচইও অনেক বেশিই চলছিল। আচমকাই রাজু পড়ে যান হাতির সামনে। উঠে আসতে পারেননি তিনি।

আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় কেয়াকল গ্রামীণ হাসপাতালে। যদিও পরিস্থিতি জটিল থাকায় ঝুঁকি নেননি গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ। পাঠিয়ে দেওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ডিএফও (রূপনারায়ণ ডিভিশন) মণীশ যাদব বলেন, “হাতি তাড়াতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।”

বনদফতরের র‌্যাপিড রেসপন্স টিম, ২৪ ঘণ্টা নজরদারির পরও লোকালয়ে হাতির ঢুকে পড়া কিংবা শস্যক্ষেত তছনছ করা নিয়ে কার্যত আতঙ্কে থাকেন বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ। সম্প্রতি পুরুলিয়া এবং দক্ষিণ কংসাবতী বনবিভাগ এ নিয়ে আলাদা করে ময়দানেও নেমেছে। বিশেষ করে পুজোর সময় হাতি যাতে প্যান্ডেলমুখী না হয়ে পড়ে সেদিকে বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে। কারণ, বাঘমুণ্ডী, অযোধ্যা, বান্দোয়ান-সহ একাধিক জায়গায় প্রচুর পুজো হয়।  আর এখানকার মানুষের যাতায়াত মানেই, বনের পথ ধরে হাঁটা। বনদফতরের তরফে সাধারণ মানুষকেও সবসময় সতর্ক থাকতে বলা হয়েছে।

Next Article