মেক্সিকো সিটি: ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ১১ জনের মৃত্যু হল মেক্সিকোয়। শুক্রবার স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে এক ক্রিমিনাল গ্যাংয়ের লড়াই বাঁধে। তাতেই ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মেক্সিকোর রাজধানী থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত টেক্সকালটিলানের একটি গ্রামে এই হিংসাত্মক ঘটনা ঘটেছে। এই ঘটনার কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে রীতিমতো ভীতিপ্রদ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয়, শোনা যাচ্ছে গুলির শব্দ। নাগাড়ে গুলি চলছে সেখানে। এর মধ্যেই গ্রামবাসীরা ক্রিমিনাল গ্যাংয়ের কয়েক জন সদস্যরা তাড়া করছেন। গ্রামবাসীদের কারও হাতে ধারালো অস্ত্র, তো কারও হাতে বন্দুক। কয়েক জনকে ফেলে মারতেও দেখা গিয়েছে ভিডিয়োয়। জানা গিয়েছে, গ্রামবাসীরা ক্রিমিনাল গ্যাংয়ের বেশ কয়েক জনকে পিটিয়ে মেরেছেন।
LO AGARRARON en UN FORO… de SEGURIDAD
Mientras el secretario @AAndradeTellez estaba en un Foro en Naucalpan, en #Texcaltitlán, pobladores se organizaron y se enfrentaron con criminales q los extorsionan.
El saldo: ocho delincuentes muertos… tres civiles tb cayeron. pic.twitter.com/iohIy46Pec— Carlos Jiménez (@c4jimenez) December 9, 2023
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ১১ জনের মধ্যে ৮ জন ক্রিমিনাল গ্যাংয়ের সদস্য এবং ৩ জন গ্রামের বাসিন্দা। যদিও কোন গ্যাংয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে তা নির্দিষ্ট করে জানায়নি সে দেশের পুলিশ। তবে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ফামিলিয়া মিচোয়াকানা মাদক কারবারির সঙ্গে যুক্ত একটি গ্যাং গত কয়েক দশক ধরেই ওই অঞ্চলে সক্রিয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জান গিয়েছে, ফামিলিয়া মিচোয়াকানা গ্যাংয়ের সদস্যরা। স্থানীয় কৃষকদের থেকে প্রতি হেক্টর জমির হিসাবে টাকা দাবি করেছেন। ক্রিমিনাল গ্যাংকে তোলা দিয়ে অস্বীকার করেন স্থানীয় কৃষকরা। তার জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
EL HORROR
Son los restos del enfrentamiento entre pobladores y miembros del crimen organizado en #Texcaltitlán
Confirma el gobierno del @Edomex 11 personas muertas.@AAndradeTellez reportó q 8 son crimínales, los otros vecinos de la zona.Detalles en #C4EnAlerta pic.twitter.com/pYCUn1JDAk
— Carlos Jiménez (@c4jimenez) December 9, 2023
প্রসঙ্গত, পুরো মেক্সিকো জুড়েই মাদক কারবার এবং ক্রিমিনাল গ্যাংয়ের রমরমা। সেই গ্যাং সব কাজের জন্য তোলা আদায় করে বলে অভিযোগ। তা পেলে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি নানা রকম অত্যাচার চালায় বলে অভিযোগ।