Afghan: পাকিস্তান ফেরত পাঠাল প্রায় ৫ লক্ষ আফগান শরণার্থীকে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 09, 2023 | 5:12 PM

বিভিন্ন সময় ধরে পাকিস্তানে আশ্রয় নিয়েছিল প্রচুর আফগান শরণার্থী। ১৯৭৯-৮৯ পর্যন্ত সোভিয়েত দখলদারির সময়ে আফগানিস্তানের প্রায় ১৭ লক্ষ বাসিন্দা চলে আসেন পাকিস্তানে। ২০২১ সালে তালিবান ফের ক্ষমতা দখল করতেই প্রায় ৫ লক্ষ আফগান চলে আসেন পাকিস্তানে। এদের মধ্যে অনেকেরই বৈধ কাগজ ছিল না। তাঁদেরই এ বার ফেরত পাঠাচ্ছে পাকিস্তান।

Afghan: পাকিস্তান ফেরত পাঠাল প্রায় ৫ লক্ষ আফগান শরণার্থীকে
পাকিস্তান থেকে চলে যেতে হচ্ছে আফগানদের
Image Credit source: Twitter

Follow Us

ইসলামাবাদ: আফগানিস্তানে দীর্ঘ কয়েক দশক ধরে চলছে রাজনৈতিক অস্থিরতা। এর জেরে সে দেশের বহু নাগরিক বিভিন্ন সময়ে এসে আশ্রয় নিয়েছিলেন পাকিস্তানে। কিন্তু তাঁদের মধ্যেই লক্ষাধিকের ছিল না কোনও বৈধ কাগজ। সে রকমই আফগান শরণার্থীদের আফিগানিস্তানে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান। গত ২ মাসে এ রকম প্রায় ৫ লক্ষ আফগানকে ফেরত পাঠানো হয়েছে বলে শুক্রবার জানিয়েছে পাকিস্তান সরকার। ঋণে জর্জরিত পাক সরকার গত কয়েক মাস ধরেই আফগানদের ফেরত পাঠানোর কথা জানিয়েছিল। তাই এখন বাস্তবায়িত হচ্ছে।

বিভিন্ন সময় ধরে পাকিস্তানে আশ্রয় নিয়েছিল প্রচুর আফগান শরণার্থী। ১৯৭৯-৮৯ পর্যন্ত সোভিয়েত দখলদারির সময়ে আফগানিস্তানের প্রায় ১৭ লক্ষ বাসিন্দা চলে আসেন পাকিস্তানে। ২০২১ সালে তালিবান ফের ক্ষমতা দখল করতেই প্রায় ৫ লক্ষ আফগান চলে আসেন পাকিস্তানে। এদের মধ্যে অনেকেরই বৈধ কাগজ ছিল না। তাঁদেরই এ বার ফেরত পাঠাচ্ছে পাকিস্তান।

পাকিস্তানের কেয়ারটেকার সরকারের অভ্যন্তরীণ মন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, ৪ লক্ষ ৮২ হাজারেরও বেশি আফগান নাগরিককে গত ২ মাসে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এই সংখ্যার ৯০ শতাংশ স্বেচ্ছায় গিয়েছেন বলে দাবি পাকমন্ত্রীর। জানা গিয়েছে, এই আফগানদের মধ্যে অধিকাংশই পাকিস্তানের নাগরিকত্ব নেননি। তাঁরা ভেবেছিলেন, কোনও দিন এই দেশ থেকে হয়তো ফিরে যেতে হবে না। কিন্তু বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতিতে বাজ পড়েছে তাঁদের মাথায়। পরিস্থিতির চাপে যে দেশ ছেড়ে পালিয়ে এসেছিলেন তাঁরা, সেখানেই ফিরতে হচ্ছে তাঁদের।

Next Article