বাগদাদ: ফের ইরাকে হামলা চালাল আইসিস বাহিনী। উত্তর ইরাকের কিরকুকে একটি চেকপোস্টের সামনে হামলা চালায় আইসিস বীহিনী। ঘটনায় ১৩ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
শনিবার মধ্যরাতে আইসিস বাহিনী কিরকুক থেকে ৬৫ কিলোমিটার দূরে আল-রাসাদ অঞ্চলের একটি চেকপোস্টের কাছে ইরাক পুলিশ ও সেনাবীহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। চলতি বছরের এটিই সবথেকে ভয়াবহ হামলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইসলামিক স্টেট সংগঠনের তরফে চেকপোস্টের কাছে হামলা চালানো হয়েছে গতকাল মধ্যরাতে
। এই হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছেন এবং ৩ জন আহত হয়েছেন। যদিও আইসিসের তরফে এই হামলার দায়স্বীকার করা হয়নি। তবে আইসিসের জিহাদি সেল নিয়মিতই পুলিশ বা সেনা বাহিনীর উপর হামলা চালায়, সেই কারণেই এই হামলার পিছনেও আইসিসের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে। কিরকুকের স্বাস্থ্য দফতর সূত্রেও হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।
২০১৪ সালে ইরাক দখল করে নেয় আইসিস বাহিনী। পরে মার্কিন বাহিনীর অভ্যুত্থানে কিছুটা পিছু হটতে থাকে আইসিস সেনা। ২০১৭ সালে ইরাক সরকারের তরফে জানানো হয় যে, সুন্নি উগ্রপন্থীদের পরাজিত করা হয়েছে। তবে এখনও ইরাকে আইসিস বাহিনীর স্লিপার সেল সক্রিয় রয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন সময়ে তারা ইরাক বাহিনীর উপর হামলাও চালিয়েছে।