Turkey Earthquake’s Video: ধ্বংসস্তূপই যেন মায়ের কোল! উদ্ধারের সময়ও বুড়ো আঙুল চুষছে ২ মাসের খুদে

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 09, 2023 | 4:04 PM

Turkey Earthquake’s Video: গত কয়েক দশকের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়া। এখন সেখানকার উদ্ধারকাজের হৃদয়বিদারক ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্য়াল মিডিয়া জুড়ে।

Turkey Earthquake’s Video: ধ্বংসস্তূপই যেন মায়ের কোল! উদ্ধারের সময়ও বুড়ো আঙুল চুষছে ২ মাসের খুদে
ছবি সৌজন্যে: টুইটার

Follow Us

ইস্তানবুল: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া (Turkey Earthquake)। সোমবার গত কয়েক দশকে সবথেকে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থেকেছে মধ্য প্রাচ্যের এই দুই দেশ। সোমবার ভোররাতে নাগরিকদের ঘুম ভাঙিয়ে প্রথমবারের জন্য কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। তারপর থেকে একাধিক আফটর শকে বারবার দুলে উঠেছে তুরস্ক। শুধু তাই নয়, তুরস্কের বিভিন্ন প্রান্তে দুই দিনে পাঁচটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন তুরস্ক ও সিরিয়ার রাস্তা জুড়ে শুধুমাত্র হাহাকারের ছবি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে একাধিক প্রাণ। ধ্বংসস্তূপের নীচ থেকে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের কাজ চলছে। এই উদ্ধারের টুকরো টুকরো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়ো দেখেও আঁতকে ওঠার মতো অবস্থা। এরকমই একটি হৃদয় বিদারক ভিডিয়ো দেখা গেল সোশ্য়াল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, তুরস্কের কাহরমানমারাসে ধ্বংসস্তূপ থেকে একটি দুধের শিশুকে উদ্ধার করে আনা হচ্ছে। ভূমিকম্পে সামান্য আঘাত পেয়েছে। ধ্বংসস্তূপ থেকে তাকে বের আনার সময় নিজের বাঁ হাতের বুড়ো আঙুল চুষছে খুদে। গভীর নিদ্রায় শিশু। ভূমিষ্ঠ হয়েছে মাত্র দুই মাস আগেই। ভূমিকম্প কী সে তা জানে না। পৃথিবীর অনেক শব্দের সঙ্গেই হয়তো তার এখনও পরিচিতি ঘটেনি। ভূমিকম্প শব্দটার সঙ্গে পরিচিতি ঘটার আগেই গত কয়েক দশকের সবথেকে ভয়াবহ ভূমিকম্পের সঙ্গে সাক্ষাৎ ঘটেছে তার। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো দেখে চোখে জল এসে গিয়েছে অনেক নেটিজ়েনদেরই।

২ মাসের এই খুদেকে উদ্ধারের কিছুক্ষণ আগেই তার মাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। এদিকে সোশ্যাল মিডিয়ায় আরেকটি ভিডিয়োও দেখা গিয়েছে। তুরস্কের দক্ষিণ-পূর্ব প্রদেশ কাহরমানমারাসে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে এক চার মাসের শিশুকে। প্রায় ৫৭ ঘণ্টা ধ্বংসস্তূপের নীচে থাকার পর তাকে বের করে আনে উদ্ধার বাহিনীর প্রতিনিধিরা। ভিডিয়োতে সেই খুদের কান্নার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। এই সমস্ত হৃদয় বিদারক ভিডিয়োতেই ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

Next Article