Turkey Syria Earthquake: ভিডিয়ো: ধ্বংসস্তূপের নীচে ৪৫ ঘণ্টা ধরে তৃষ্ণান্ত শিশু, প্রাণ বাঁচাল এক ছিপি জল

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Feb 09, 2023 | 5:31 PM

ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা ওই বাচ্চা ছেলেটির এক ফোঁটা জলও জোটেনি। গলা শুকিয়ে গেলেও সে ভাবে আটকে থাকতে হয়েছে তাঁকে।

Turkey Syria Earthquake: ভিডিয়ো: ধ্বংসস্তূপের নীচে ৪৫ ঘণ্টা ধরে তৃষ্ণান্ত শিশু, প্রাণ বাঁচাল এক ছিপি জল
উদ্ধারের আগে জল খাওয়ানো হচ্ছে বাচ্চাকে

Follow Us

ইস্তানবুল: তুরস্ক ও সিরিয়া সীমান্তের আশপাশের ঘুরলে দেখা যাবে চারিদিকে ছড়িয়ে রয়েছে ধ্বংসস্তূপ। সেই স্তূপের নীচে আটকে থাকা মানুষের আর্তনাদ, মৃতদেহের পচা দুর্গন্ধ এবং গৃহ এবং পরিবারহীন হয়ে পড়া মানুষের হাহাকার। এর মধ্যে চলছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা জীবিতদের উদ্ধারের প্রাণপণ চেষ্টা চলছে। উদ্ধারকাজের বিভিন্ন ছবি-ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই সব ছবি-ভিডিয়ো ভাইরালও হয়েছে। বহুতলের ধ্বংসাবশেষের নীচে ছোট্ট ভাইকে ৭ বছরের মেয়ের আঁকড়ে ধরে থাকার ভিডিয়োর পাশাপাশি অপর এক খুদেকে উদ্ধাররের ভিডিয়ো ভাইরাল হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা ওই বাচ্চা ছেলেটির এক ফোঁটা জলও জোটেনি। গলা শুকিয়ে গেলেও সে ভাবে আটকে থাকতে হয়েছে তাঁকে। উদ্ধারকারী দল সেখানে পৌঁছনোর পর, ওই খুদেকে বের করে আনার আগে বোতলের ঢাকনা করে জল খাওয়াচ্ছে। সেই দৃশ্যের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সিরিয়া থেকে ওই খুদেকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ধ্বংসস্তূপের মধ্যে শুয়ে রয়েছে একরত্তি খুদে। সামনে দাঁড়িয়ে থাকা লোকেদের দিকে অবাক দৃষ্টিতে দেখছে সে। তখন উদ্ধারকারী দলের সদস্যরা বোতলের নীল ঢাকনা করে জল নিয়ে দিলেন তাঁর মুখে। বেশ কয়েক বার অল্প অল্প করে জল খাওয়ানো হল তাকে। এর পর ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়েছে।

 

সিরিয়ার আন্তাকা এলাকায় একটি ভগ্নস্তূপে আটকে ছিল ওই খুদে। ভূমিকম্পের ধ্বংসলীসার পর প্রায় ৪৫ ঘণ্টা সেখানে আটকে ছিল বাচ্চাটি। তার পর নাম মহম্মদ আহমেদ। সিরিয়ার বাসিন্দা সে। সেই ঘটনার ভিডিয়ো শেয়ার করেছেন তুরস্কের রাজধানী ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগ্লু। সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, “আমাদের উদ্ধারকারী দল সিরিয়ার আন্তাকা এলাকার ধ্বংসাবশেষ থেকে মহম্মদ আহমেদ নামের এই সিরিয়ান বাচ্চাটিকে উদ্ধার করেছে।”

Next Article