গত ২৪ ঘণ্টায় আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিক এবং তার আশেপাশের এলাকায় প্রায় ২,২০০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর ফলে ব্যাপক উদ্বিগ্ন সেই দেশের আবহাওয়া অফিস। এই ঘন ঘন ভূমিকম্প কোনও আগ্নেয়গিরির আসন্ন অগ্ন্যুৎপাতের সঙ্কেত বলে আশঙ্কা করা হচ্ছে। আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার বিকেল ৪টে নাগাদ মাউন্ট ফাগ্রাডালসফজাল থেকে এই কম্পন শুরু হয়। এই পর্বত একটি আগ্নেয়গিরির উপর অবস্থিত। গত দুই বছরে আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম প্রান্তে রেকজেনেস উপদ্বীপে দুবার অগ্ন্যুৎপাত ঘটেছে। বৃহস্পতিবার, আইসল্যআন্ডের আবহাওয়া বিভাগ বলেছে, “প্রায় ২,২০০টি ভূমিকম্প হয়েছে। সবথেকে বড় কম্পনটি অনুভূত হয়েছে আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম অংশে।” সামনের কয়েক দিনে, আরও ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।
জানা গিয়েছে, ২,২০০টি কম্পনের অধিকাংশই ছিল দুর্বল। তবে, সাতটির কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে চারের বেশি। এই ঘন ঘন কম্পনের ফলে বিমান চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এর আগে যা ছিল ‘সবুজ’ সতর্কতা, বুধবারের পর তা বাড়িয়ে ‘কমলা’ করা হয়েছে। এর আগে ২০১০-এর এপ্রিলে মাউন্ট ফাগ্রাডালসফজালের অগ্ন্যুৎপাতের জন্য প্রায় ১ লক্ষ উড়ান বাতিল করতে হয়েছিল। ১ কোটিরও বেশি যাত্রী আটকা পড়েছিলেন। ২০২১ এবং ২০২২ – দুই বছরই মাউন্ট ফাগ্রাডালসফজাল থেকে লাভা উদ্গীরণ হতে দেখা গিয়েছিল। ঘন ঘন কম্পনের ফলে আশঙ্কা করা হচ্ছে, শিগগিরই এই আগ্নেয়গিরি থেকে বড় মাপের লাভার বিস্ফোরণ ঘটতে পারে।
Every time I look at the earthquake map of Iceland I am completely blown away. Look at the sheer amount of earthquakes ?#Fagradalsfjall #Keilir #Iceland #Earthquake pic.twitter.com/ABOckIzZch
— Joe ?? (@JBCOYS99) July 6, 2023
ইউরোপের সবথেকে বড় এবং সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল হল আইসল্যান্ড। উত্তর আটলান্টিক মহাসাগরের অবস্থিত এই দ্বীপরাষ্ট্রটি ইউরেশিয় প্লেট এবং উত্তর আমেরিকান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এর সঙ্গে রয়েছে আগ্নেয়গিরি। ফলে, আইসল্যান্ডে ভূমিকম্প কোনও নতুন বিষয় নয়।