Thread: ৪ ঘণ্টায় ৫০ লক্ষ ব্যবহারকারী! শুরুতেই টুইটারকে ‘গোল’ দিল জুকারবার্গের থ্রেড?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 06, 2023 | 11:33 AM

Meta New Platform: টুইটারে বর্তমানে যে সংখ্যক ব্যবহারকারী রয়েছেন, সেই সংখ্য়ায় পৌঁছতে মেটাকে কেবল ইন্সটাগ্রামের মোট ব্যবহারকারীর এক চতুর্থাংশ ইউজার প্রয়োজন।

Thread: ৪ ঘণ্টায় ৫০ লক্ষ ব্যবহারকারী! শুরুতেই টুইটারকে গোল দিল জুকারবার্গের থ্রেড?
প্রতীকী চিত্র
Image Credit source: TV9 বাংলা

Follow Us

সান ফ্রান্সিসকো: টুইটারকে (twitter) টেক্কা দিতে হাজির এবার মেটা(Meta)-র নতুন প্ল্যাটফর্ম। ফেসবুকের কর্ণধার সংস্থা মেটা-র তরফে আনা হয়েছে নতুন মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ‘থ্রেড’ (Threads)। আজ, বৃহস্পতিবারই আত্মপ্রকাশ করেছে থ্রেড। আর নতুন সাইটের উদ্বোধনের চার ঘণ্টার মধ্যেই সেই প্ল্যাটফর্মে নাম লেখালেন ৫ মিলিয়ন অর্থাৎ ৫০ লক্ষ মানুষ।

টুইটারে অ্যাকাউন্ট থাকলেও, বিগত ১১ বছর ধরেই টুইটারে ইন-অ্যাকটিভ ছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা তথা মেটার সিইও মার্ক জুকারবার্গ। কিন্তু এদিন তাঁর সংস্থার নিজস্ব মাইক্রো-ব্লগিং সাইট ‘থ্রেড’ আত্মপ্রকাশ করতেই টুইটারে একটি মিম পোস্ট করেন মার্ক। সেখানে দেখা যায়, দু’জন স্পাইডারম্যান একে অপরের দিকে আঙুল তুলে দাঁড়িয়ে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় থ্রেড নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জুকারবার্গ লেখেন, “প্রথম দুই ঘণ্টাতেই থ্রেডে ২০ লক্ষ ব্যবহারকারী সাইন আপ করেছেন।”

টুইটারে বর্তমানে যে সংখ্যক ব্যবহারকারী রয়েছেন, সেই সংখ্য়ায় পৌঁছতে মেটাকে কেবল ইন্সটাগ্রামের মোট ব্যবহারকারীর এক চতুর্থাংশ ইউজার প্রয়োজন। টুইটারের সঙ্গে থ্রেডের তুলনা প্রসঙ্গে জুকারবার্গ বলেন, “কিছুদিন সময় লাগবে, কিন্তু আমার মনে হয় ১ বিলিয়নের বেশি ব্যবহারকারী থাকবে। টুইটার এই সুযোগ পেয়েছিল, কিন্তু তার সদব্যবহার করতে পারেনি। আশা করছি আমরা পারব।”

টুইটারের সঙ্গে থ্রেড পাল্লা দিতে পারবে  কিনা, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। আত্মপ্রকাশের আগে থেকেই মেটার মাইক্রোব্লগিং সাইট নিয়ে একাধিক জল্পনাও শুরু হয়েছে। অনেকেরই দাবি, থ্রেড মেটার অপর সোশ্যাল মিডিয়া- ইন্সটাগ্রামের সঙ্গে যুক্ত। ফলে থ্রেড আগে থেকেই তৈরি একটি বিশাল সংখ্যক ইউজার বা ব্যবহারকারী পাচ্ছে, যা তাদের বিশেষ সুবিধা দেবে।

অপরদিকে অনেকের আবার দাবি, টুইটার ইন্সটাগ্রামের থেকে অনেক বেশি খবর ভিত্তিক প্ল্যাটফর্ম। ফলে টুইটারকে টেক্কা দেওয়া ওত সহজ হবে না।

Next Article