‘সব ধ্বংস হয়ে গিয়েছে’ বাটায়, ডিনামাইট বিস্ফোরণে মৃত ২০, আহত ৬০০

সুমন মহাপাত্র |

Mar 08, 2021 | 1:43 PM

বিসফোরণের পর ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। এলাকাবাসীরা কাঁদতে কাঁদতে বলেন, "আমি জানি না কী হয়েছিল তবে সব ধ্বংস হয়ে গিয়েছে।"

সব ধ্বংস হয়ে গিয়েছে বাটায়, ডিনামাইট বিস্ফোরণে মৃত ২০, আহত ৬০০
ফাইল চিত্র

Follow Us

মালাবো: লাগাতার বিস্ফোরণের জেরে প্রাণ হারাতে হল ২০ জনকে। রবিবার ইকুয়াটরিয়াল গিনিতে একের পর এক বিস্ফোরণের জেরে কমপক্ষে ৬০০ জন আহত হয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানা গিয়েছে মূলত ডিনামাইট নাড়াচাড়া করার সময় অবহেলার জন্যই এই বিস্ফোরণ হয়েছে।

প্রেসিডেন্ট তেওদোরো ওবিয়াং গুয়েমা জানিয়েছেন সে দেশের স্থানীয় সময় বিকেল ৪টের সময় এই বিস্ফোরণ হয়েছে। সে দেশের বাটা শহরের পার্শ্ববর্তী মন্দং কুয়ান্তোমা এলাকায় বিস্ফোরণ হয়েছে। বিবৃতি দিয়ে প্রেসিডেন্ট জানিয়েছেন, বিস্ফোরণের জেরে বাটা শহরের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার বিবৃতি দিয়ে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বিস্ফোরণের কারণ জানতে সম্পূর্ণ তদন্ত করা হবে।

বিসফোরণের পর ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। এলাকাবাসীরা কাঁদতে কাঁদতে বলেন, “আমি জানি না কী হয়েছিল তবে সব ধ্বংস হয়ে গিয়েছে।” একাধিক ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে সকলের মুখে ভীতি আর কান্নার ছাপ। আহত ব্যক্তিদের এলাকার বিভিন্ন অঞ্চলে চিকিৎসা চলছে। মৃতের সংখ্য়াও আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্ট বিবৃতি দিয়ে জানিয়েছিলেন প্রাণ হারিয়েছেন ১৫ জন, পরে স্বাস্থ্যমন্ত্রকের তরফে টুইট করে জানানো হয় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মৃতের সংখ্য়া কমপক্ষে ২০ জানানো হয়েছে। ইকুয়াটরিয়াল গিনি একটি আফ্রিকার দেশ। যা ১৯৬৮ সালে স্পেনের শাসন থেকে স্বাধীন হয়েছিল। যেখানে বিস্ফোরণ হয়েছে, সেই বাটা ১ লক্ষ ৭৫ হাজার জনের ঠিকানা।

আরও পড়ুন: ভ্যাকসিন দিয়ে ‘সারা বিশ্বকে বাঁচিয়েছে ভারত’, প্রশংসায় পঞ্চমুখ মার্কিন বিজ্ঞানী

Next Article