Clash in Bangladesh: ইউনূসের আমলে বাংলাদেশে হচ্ছেটা কী! সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

Dec 18, 2024 | 4:58 PM

Clash in Bangladesh: সংঘর্ষ নিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার রাত তিনটের দিকে তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে এক পক্ষ। তখন মাঠের ভেতর থেকে অন্য পক্ষ ইটপাটকেল ছুড়তে শুরু করে। তার জেরে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

Clash in Bangladesh: ইউনূসের আমলে বাংলাদেশে হচ্ছেটা কী! সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে বিজিবি

Follow Us

ঢাকা: মাত্র মাস চারেক হয়েছে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এই চার মাসের মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এবার টঙ্গীতে ইজতেমার (সমাবেশ) মাঠ দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধল। সেই সংঘর্ষে মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন প্রায় শতাধিক।

মঙ্গলবার রাত ৩টার দিকে শুরু হয় সংঘর্ষ। বুধবার সকালে তা ব্যাপক আকার ধারণ করে। দুই পক্ষের সংঘর্ষের কথা জানিয়েছেন গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার। সংঘর্ষে নিহতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিঞা (৭০) ও ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল (৬০)। আর এক নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

সংঘর্ষ নিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার রাত তিনটের দিকে তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে এক পক্ষ। তখন মাঠের ভেতর থেকে অন্য পক্ষ ইটপাটকেল ছুড়তে শুরু করে। তার জেরে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহতদের ঢাকা মেডিক্যাল-সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই খবরটিও পড়ুন

দুই পক্ষের এই সংঘর্ষে ঢাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি মোকাবিলায় টঙ্গীতে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। টঙ্গীতে সংঘর্ষ নিয়ে সরব হয়েছেন লেখিকা তসলিমা নাসরিন। টঙ্গীর ইজতেমা চিরকালের জন্য বন্ধের দাবি জানান তিনি।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের জেরে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর অন্তর্বর্তী সরকার গঠন হয়। সেই সরকারের চার মাস কেটেছে। বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর হামলা হচ্ছে। এবার সমাবেশ ঘিরে দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল টঙ্গী।

 

Next Article