Rome Coffee Shop Firing: ‘তোমাদের সবাইকে মেরে ফেলব’, চিৎকার করতে করতে এলোপাথাড়ি গুলি ইটালির কাফেতে

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 11, 2022 | 10:53 PM

Rome coffee shop shooting: রবিবার (১১ ডিসেম্বর) ইতালির রাজধানী রোমের এক কফি শপে বন্দুকবাজের হামলায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

Rome Coffee Shop Firing: তোমাদের সবাইকে মেরে ফেলব, চিৎকার করতে করতে এলোপাথাড়ি গুলি ইটালির কাফেতে
রোমে বন্দুকবাজের হামলা

Follow Us

রোম: ক্রিসমাসের মাত্র কয়েকদিন আগে, রবিবার (১১ ডিসেম্বর) এক বন্দুকবাজের হামলার সাক্ষী হল ইতালির রাজধানী রোম। সূত্রের খবর, রোমের উত্তর অংশের ফিদেন নামে এক জায়গায়, একটি ক্যাফেতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় ওই বন্দুকবাজ। এই ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজনকে আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি। ঘটনার পরপরই, টুইট করে এই হামলার কথা জানান রোমের মেয়র রবার্তো গুয়ালটিয়েরি। জানা গিয়েছে, ফিদেন মূলত শ্রমিক পাড়া হিসেবেই পরিচিত।

রোমের মেয়র রবার্তো গুয়ালটিয়েরি টুইটে বলেছেন, “এক গুরুতর হামলায় আমাদের শহর বিপর্যস্ত। একটি কনডোমিনিয়াম মিটিং চলাকালীন গুলি চলেছে। তিনজন প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে গুরুতর আহত হয়েছেন। আমি পুলিশ কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আগামীকাল আমি শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি নিরাপত্তা সভা আহ্বান করেছি। আমি হতাহতদের পরিবারের পাশে আছি।”


সংবাদ সংস্থা এপি জানিয়েছে, ‘ইল পোস্তো গিয়াস্টো’ (বঙ্গানুবাদে ‘সঠিক স্থান’) নামে একটি কফি বারে এদিন একটি আবাসনের বোর্ড মিটিং চলছিল। সেই সময়ই এই গুলিচালনার ঘটনা ঘটে। ওই বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “লোকটি, ‘আমি তোমাদের সবাইকে মেরে ফেলব’ বলে চিৎকার করে বারে প্রবেশ করেছিল। তারপরই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেছিল।”

তবে, পুলিশ আসার আগেই ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা ওই বন্দুকবাজকে নিরস্ত্র করেছিল। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি আরও জানিয়েছেন, ওই বন্দুকবাজ বোর্ড সদস্যদের পূর্ব পরিচিত। আগেও সে স্থানীয়দের বাসিন্দাদের মেরে ফেলার হুমকি দিয়েছে। সেই হুমকির প্রেক্ষিতে তার নামে আগেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল।

Next Article