Watch Video: বিয়েতে বউকে গাধা উপহার বরের, নিজেই জানালেন কারণ…

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 11, 2022 | 9:54 PM

Watch Video: স্ত্রীকে বিয়েতে গাধা উপহার দিলেন বর। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে কারণও ব্যাখ্যা করেছেন।

Watch Video: বিয়েতে বউকে গাধা উপহার বরের, নিজেই জানালেন কারণ...
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

Follow Us

ইসলামাবাদ: চলছে বিয়ের মরশুম। বর্ণাঢ্য শোভা যাত্রা, চোখ ধাঁধানো ডেকোরেশনে সাজছে বিয়ের মণ্ডপ। চারহাত হচ্ছে এক। জাঁকজমক সাজ বর-বউয়েরও। দুই প্রাণের মিলনস্থলে নিমন্ত্রিত থাকেন বহু আত্মীয় স্বজন সহ একাধিক মানুষজন। আর বিয়েবাড়িতে তো কেউ খালি হাতে যান না। সকলেই বর বা বউয়ের জন্য কিছু না কিছু যানই। সোনার গহনা থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী, আসবাবপত্র ও ফুলের বুকে সহ একাধিক উপহার থাকে। কিন্তু এই বিবাহ অনুষ্ঠানে অদ্ভুত এক উপহার পেলেন কনে। উপহার হিসেবে পেলেন একটা গাধা! তাও কোনও নিমন্ত্রিতের থেকে নয়। এই উপহার দিয়েছেন খোদ তাঁর স্বামীই। এই অদ্ভুত উপহারের ছবি পোস্ট করতেই তা সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে।

পাকিস্তানের বাসিন্দা বরিষা জাভেদ খান ও আজ়লান শাহ। বর ও কনে দু’জনেই পাকিস্তানের ইউটিউবার। সম্প্রতি তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আর নিজের স্ত্রীকে উপহার হিসেবে বাচ্চা গাধা দিয়েছেন আজ়লান। এই উপহার দৃষ্টি আকর্ষণ করেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। নিজেদের বউভাতের দিন আজ়লান একটি বাচ্চা গাধা দিয়ে চমকে দেন বরিষাকে। এই উপহারের কারণ জানলে আপনিও হবেন অবাক।

উপহারের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই উপহার দেওয়ার কারণও ব্যাখ্যা করেন শাহ। তিনি ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি সবসময় জানতাম বাচ্চা গাধা পছন্দ করে বরিষা। তাই আমার তরফে ওর জন্য এটাই রইল বিয়ের উপহার।’ এদিকে এই উপহার পেয়ে চোখ চকচক করে ওঠে বরিষার। তিনি যে এই উপহার পেয়ে অত্যন্ত আপ্লুত তা ছবিতে হাসিমুখ দেখেই বোঝা যায়। এই ছোট্ট গাধার সঙ্গে একাধিক ছবিও পোস্ট করেছেন তাঁরা।

বউভাতের অনুষ্ঠানে গাধাটাকে নিয়ে আসার এবং তা নিজের স্ত্রীকে উপহার দেওয়ার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রশ্ন হল উপহার হিসেবে শুধুমাত্র গাধা কেন?এর উত্তর হল তুমি গাধা পছন্দ করো এবং দ্বিতীয়ত, বিশ্বে সবথেকে কর্মঠ ও স্নেহশীল প্রাণী।’ এদিকে ইনস্টাগ্রাম থেকেই জানা গিয়েছে, এই বাচ্চা গাধার নাম দেওয়া হয়েছে ভোলা। বাচ্চা গাধার সঙ্গে একটা ছবি পোস্ট করে তাঁরা ক্য়াপশনে লিখেছিলেন, ‘হাম অর হামারা ভোলা’।

Next Article