Nepal Accident: নেপালে ৫০০ মিটার গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু ৪ ভারতীয়র

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 13, 2023 | 6:49 AM

Nepal Accident: কাঠমান্ডু যাওয়ার পথে ৫০০ মিটার গভীর খাদে পড়ে গেল গাড়ি। মৃত্যু ৪ ভারতীয়র।

Nepal Accident: নেপালে ৫০০ মিটার গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু ৪ ভারতীয়র
প্রতীকী ছবি

Follow Us

কাঠমান্ডু: নেপালে (Nepal) পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার ভারতীয় নাগরিকের। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেপালের বাগমতী প্রদেশে (Bagmati province) একটি গাড়ি খাদে পড়ে যায়। এই পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তাঁরা প্রত্যেকেই ভারতীয় নাগরিক বলে জানা গিয়েছে। আর এই দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

হিমালয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবারই নেপালের বাগমতী প্রদেশের সিন্ধুলি জেলায় এই পথ দুর্ঘটনা ঘটেছে। যাত্রাপথে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। প্রায় ৫০০ মিটার গভীর ছিল খাদটি। দুর্ঘটনার মুহূর্তে গাড়িতে পাঁচজন উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই ভারতীয় নাগরিক বলে জানা যায়। তাঁদের মধ্যে তিনজনই ঘটনাস্থলে মারা যান। আর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। তাঁরা সকলেই পুরুষ। আর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

গাড়িটি মঙ্গলবার পূর্ব থেকে কাঠমান্ডুর উদ্দেশে যাচ্ছিল। এই গাড়িটি বিহারে রেজিস্ট্রেশন করা। আর যাত্রাপথের মাঝেই খাদে পড়ে গেল সেই গাড়িটি। জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট রাজকুমার সিলওয়াল জানিয়েছেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী সিন্ধুলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। আরেক জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, এত গভীর খাদে পড়ে যাওয়ার কারণে মৃতদের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। সিলাওয়াল জানিয়েছেন, “দুর্ঘটনাস্থলে পৌঁছতেই ১ ঘণ্টার বেশি সময় লেগে গিয়েছে। তাই দেহ উদ্ধার করতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।” তবে মৃতদেহ উদ্ধারে নেপাল সেনার সাহায্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Next Article