Nepal Earthquake: দশমীর ভোরে ভূমিকম্প, ফের থরথরিয়ে কেঁপে উঠল নেপাল

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 24, 2023 | 6:21 AM

Earthquake: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, নেপালের কাঠমাণ্ডুর অদূরেই এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল। ভোররাতে ভূমিকম্প হওয়ায়, এখনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি।

Nepal Earthquake: দশমীর ভোরে ভূমিকম্প, ফের থরথরিয়ে কেঁপে উঠল নেপাল
প্রতীকী চিত্র
Image Credit source: TV9 বাংলা

Follow Us

কাঠমাণ্ডু: অষ্ঠমীর পর দশমী। একদিনের ব্যবধানে ফের ভূমিকম্প (Earthquake)। দশমীর ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভোর ৪টে ১৭ মিনিটে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, নেপালের কাঠমাণ্ডুর অদূরেই এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল। ভোররাতে ভূমিকম্প হওয়ায়, এখনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি। প্রশাসনের তরফে এলাকা পরিদর্শনের পরই ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, জানা যাবে।

উল্লেখ্য, এর আগে রবিবার, অষ্টমীর দিনও ভূমিকম্প অনুভূত হয় নেপালে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬.১। ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী কাঠমাণ্ডু থেকে ৫৫ কিলোমিটার দূরে, ধাদিংয়ে। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দিল্লি-এনসিআর অঞ্চলেও মাটিতে কাঁপুনি অনুভূত হয়েছিল। তার আগে গত ১০ অক্টোবরও ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল নেপালে।

Next Article